বাংলাদেশে ফাইভজি ঘরানার ১৪ ও ১৪টি দুটি মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড। মডেল দুটিতে ল্যাগ-ফ্রি গেমিং, দ্রুত ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং ফাস্ট ফাইভজি সংযোগ ও সিম স্লটে ডুয়াল মোড ফাইভজি ফিচার নেক্সট জেনারেশন অভিজ্ঞতা 
দেবে বলে জানায় রিয়েলমি।
সিরিজের ১৪ মডেলে রয়েছে ১২ জিবি র‌্যাম আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। ব্যাটারি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৬.

৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে। বৈচিত্র্য দেবে  ফ্লুইড অ্যানিমেশন, রেসপনসিভ টাচ এক্সপেরিয়েন্স ও আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং। মডেলে ভার্সেটাইল ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ছবির নিশ্চয়তা দেয়। অন্যদিকে সিরিজের 
১৪টি মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ফাইভজি চিপসেট, অক্টাকোর প্রসেসর, 
যা স্মুথ মাল্টিটাস্কিং কাজকে সহজ করে।
৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মডেলের এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা ভারসাম্যহীন আলোতেও ছবি তুলতে সক্ষম। র‌্যাম ৮ জিবি। দুটি সংস্করণে স্টোরেজ যথাক্রমে ১২৮ আর ২৫৬ জিবি।
মডেল দুটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ইউআই ৬.০ সংস্করণ। রয়েছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা ডিভাইসকে ধুলা ও পানি থেকে
সুরক্ষা দেবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইভজ

এছাড়াও পড়ুন:

আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব

স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের জন্য আজ সোমবার (১৯ মে) শুরু হচ্ছে দিনব্যাপী জ্যোতির্বিজ্ঞান-বিষয়ক উৎসব ‘অ্যাস্ট্রোফেস্ট’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করেছে।

আজ বিকেল পাঁচটায় আলিয়ঁস ফ্রঁসেজে উৎসবের কার্যক্রম শুরু হবে। চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।   

উৎসবে রকেট তৈরির কর্মশালা, সেমিনার, পাপেট শো, টেলিস্কোপে আকাশ দেখা ও বিজ্ঞান-বিষয়ক পোস্টার প্রদর্শনী থাকবে। পোস্টার প্রদর্শনীটি চলবে ২১ মে পর্যন্ত।

জ্যোতির্বিজ্ঞান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আলফ্রেড খোকন এবং জ্যোতির্বিজ্ঞান সংগঠক মশহুরুল আমিন। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

সম্পর্কিত নিবন্ধ