বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: পরিবেশ উপদেষ্টা
Published: 19th, May 2025 GMT
পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি বা বালু উত্তোলন করা হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তিনি বলেছেন, চারঘাটের বড়াল নদীতে স্লুইসগেট আর দরকার নেই, সমন্বিত উদ্যোগে নদী খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা রাখা যাবে না।
সৈয়দা রেজওয়ানা বলেন, ফারাক্কা পানি চুক্তি নিয়ে কথা বলার মত সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তি নবায়ন হবে।
তিনি বলেন, এ অঞ্চলে ফসলি জমিতে পুকুর খনন পরিবেশ হুমকিতে ফেলছে। ফসলি জমি নষ্ট করা যাবে না।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব শ উপদ ষ ট পর ব শ
এছাড়াও পড়ুন:
সেঞ্চুরি করেও কেন একাদশে নেই পারভেজ
আগের ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়েছিলেন। নিজের অষ্টম টি-টোয়েন্টি ম্যাচেই পারভেজ হোসেন পেয়ে গিয়েছিলেন প্রথম সেঞ্চুরি। এই সংস্করণে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। ৯ ছক্কা মেরে সেদিন পারভেজ ভেঙে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।
অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ঠিক পরের ম্যাচের একাদশেই কি না নেই পারভেজ হোসেন! কেন সেঞ্চুরি করেও নেই পারভেজ? বিসিবি সূত্রে জানা গেছে, গত ম্যাচে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন। যে কারণে গত ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি। ওই ব্যথা আজ তাঁকে একাদশ থেকেই ছিটকে দিয়েছে।
শুধু পারভেজ নন, বাংলাদেশের একাদশে আজ সব মিলিয়ে পরিবর্তন এসেছে ৪টি। এই সিরিজে খেলোয়াড়দের অদল-বদল করে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এর অংশ হিসেবেই আজ এত বদল বলে জানা গেছে বিসিবি সূত্রে।
চোট কাল হয়ে দাঁড়াল পারভেজের জন্য