জিমেইল ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নতুন কৌশল
Published: 20th, May 2025 GMT
জিমেইল ব্যবহারকারীদের তথ্য চুরি করতে নতুন কৌশলে প্রতারণা করছে সাইবার অপরাধীরা। জিমেইল ব্যবহারকারীদের বোকা বানাতে প্রথমে গুগলের পরিচয়ে ভুয়া ই–মেইল পাঠিয়ে থাকে তারা। ই–মেইলের ভাষা হুবহু গুগলের নিরাপত্তা সতর্কবার্তার মতো। তাই অনেক ব্যবহারকারী ই–মেইল প্রেরকের পরিচয় যাচাই না করেই ব্যক্তিগত বিভিন্ন তথ্য দিয়ে দেন, যার ফলে তাঁদের গুগল অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়ছে।
ভুয়া ই–মেইলে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সরকার গুগলকে একটি আইনি সমন পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, সব জিমেইল ব্যবহারকারীর গুগল ফটো, গুগল ম্যাপসহ অ্যাকাউন্টে সংরক্ষিত সব তথ্য হস্তান্তর করতে হবে। বার্তাটিতে ব্যবহারকারীর বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগের কথা বলা হয় না। ভুয়া ই–মেইলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্ট নম্বর এবং সহায়তা রেফারেন্স নম্বর থাকায় অনেকেই বার্তাটি গুগলের পাঠানো বলে মনে করেন।
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫গুগল জানিয়েছে, সাইবার হামলা থেকে জিমেইল ব্যবহারকারীদের রক্ষায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ধরনের এই সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা ও পাসকি ব্যবহারের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪সাইবার নিরাপত্তা–বিশেষজ্ঞদের মতে, হঠাৎ কোনো অজানা বা অস্বাভাবিক বার্তা এলে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই। বার্তাটি একাধিকবার মনোযোগ দিয়ে পড়া উচিত। অনেক সময় বার্তার ভাষা, তথ্য উপস্থাপন বা বানানে সূক্ষ্ম ভুল থাকে। এসব বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করলে ভুয়া ই–মেইল থেকে নিরাপদ থাকা যায়।
সূত্র: নিউজ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ক উন ট
এছাড়াও পড়ুন:
রাবির মেডিকেলে চেয়ার দিল ইবনে সিনা ট্রাস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে আসা শিক্ষার্থীদের বসার চেয়ার দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। ট্রাস্টটির পক্ষ থেকে তিন আসনবিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে একসঙ্গে ৩৯ জন শিক্ষার্থী বসতে পারবেন।
মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারের কাছে এসব চেয়ার হস্তান্তর করেন ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি দলের সদস্যরা।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, “বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। এখানে শিক্ষার্থীদের বসার জায়গার সংকট ছিল। এখন এই চেয়ারগুলো বসানোর মাধ্যমে শিক্ষার্থীরা অপেক্ষার সময় আরামদায়কভাবে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
আরো পড়ুন:
নোবিপ্রবিতে গবেষণা মেলা ২২ জুন
রাবিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
ইবনে সিনার রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, “ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট সহায়তা করবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “রাবির মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে এখনো বিভিন্ন জিনিসের সংকট রয়েছে, তার মধ্যে শিক্ষার্থীদের বসার জন্য চেয়ার সংকট অন্যতম। তবে আমরা মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করার চেষ্টা করছি। আমাদের আহ্বানে ইবনে সিনা ট্রাস্ট তিন আসনবিশিষ্ট ৩৯ জনের বসার জন্য চেয়ার সরবরাহ করেছে। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি।”
চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) মো. ফরিদ উদ্দীন খান, প্রক্টর মাহবুবুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, ইবনে সিনা মেডিকেলের মার্কেটিং ইনচার্জ গাউসুল আজম রায়হান, কর্পোরেট উইংয়ের মাসুদ রানা, শামীম ফেরদৌস প্রমুখ।
ঢাকা/ফাহিম/মেহেদী