অবৈধ আর্থিক লেনদেন, চবির এক ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
Published: 20th, May 2025 GMT
নিরাপত্তা প্রহরী সরবরাহের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদমর্যাদার এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় তদন্ত কমিটিও করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মো. গোলাম কিবরিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও নিরাপত্তা দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিয়োগ সংক্রান্ত বিষয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলছেন এ কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিরাপত্তা দপ্তরের অধীনে ৪০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এই নিয়োগ অস্থায়ীভাবে হয়ে থাকে। সাধারণত ঠিকাদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়। । গোলাম কিবরিয়া এসব নিয়োগ এক ঠিকাদারকে দেওয়ার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চান। পরে ওই ঠিকাদার এক লাখ টাকা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখার অগ্রণী ব্যাংকে গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করেন। সেখানে গোলাম কিবরিয়ার সঙ্গে ওই ঠিকাদারের লেনদেনের কথোপকথনের ভিডিও আজ দুপুরে দিকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.
এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
উৎস: Samakal
কীওয়ার্ড: বরখ স ত গ ল ম ক বর য় বরখ স ত ল নদ ন
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন