নিরাপত্তা প্রহরী সরবরাহের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদমর্যাদার এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি এ ঘটনায় তদন্ত কমিটিও করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম মো. গোলাম কিবরিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও নিরাপত্তা দপ্তরের প্রধানের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিয়োগ সংক্রান্ত বিষয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে কথা বলছেন এ কর্মকর্তা। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিরাপত্তা দপ্তরের অধীনে ৪০ জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এই নিয়োগ অস্থায়ীভাবে হয়ে থাকে। সাধারণত ঠিকাদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়। । গোলাম কিবরিয়া এসব নিয়োগ এক ঠিকাদারকে দেওয়ার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চান। পরে ওই ঠিকাদার এক লাখ টাকা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখার অগ্রণী ব্যাংকে গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করেন। সেখানে গোলাম কিবরিয়ার সঙ্গে ওই ঠিকাদারের লেনদেনের কথোপকথনের ভিডিও আজ দুপুরে দিকে ছড়িয়ে পড়ে।  

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.

সাইফুল ইসলাম সমকালকে বলেন, ‘তার বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগ এসেছে। একটি ভিডিওতে আমরা বিষয়টি দেখেছি, তারপর সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উৎস: Samakal

কীওয়ার্ড: বরখ স ত গ ল ম ক বর য় বরখ স ত ল নদ ন

এছাড়াও পড়ুন:

মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে ৫ লাখ টাকা অনুদান দিল মধুমতি ব্যাংক 

মধুমতি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজকে কম্পিউটার ও বিজ্ঞান পরীক্ষাগার স্থাপন এবং স্যানিটেশন আধুনিকীকরণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

মঙ্গলবার মধুমতি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজম ঢাকার গুলশান এলাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা কামাল খোশনবীশের হাতে চেকটি হস্তান্তর করেন।

এ সময় মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ