ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম (সিনিয়র সচিব) ও স্ত্রী লায়লা জেসমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই অভিযোগে সাবেক প্রথম সচিব (এনবিআর) ঈদতাজুল ইসলাম ও তার স্ত্রীর শর্মি মালা আনসারীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো.

জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ পরিচালক সাইদুজ্জামান।

আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিরাদের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগরর অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা রোধ করা প্রয়োজন। 

২০২০ সালের জানুয়ারির ১ তারিখে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পান সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুন মুনীম। সে সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব দায়িত্বরত ছিলেন। পরে একই বছর জানুয়ারির ৫ তারিখ এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক মেয়াদের সময় শেষ হলে, তার স্থলাভিষিক্ত হন তিনি আবু হেনা মো. রহমাতুল মুনীম।

ঢাকা/এম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ শত য গ রহম ত

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ