গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন্দরে মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের বৃক্ষ রোপন
Published: 21st, May 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের গ্রীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদরিলের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে বন্দরে বিভিন্ন স্কুল ও সড়কের পাশে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল ৩টা বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।
মহানগর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রবিন এর সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন এর তত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃআহমেদ আলী,কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের কোষাধক্ষ মো: আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ,প্রজন্ম দল নেতা রকিব, মোঃআলী, মোঃহৃদয় ,রাজীব, বিপ্লব, ইয়াসিন,সাইদুল সহ প্রমুখ নেতাকর্মী বৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫