নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে সোলায়মান হুসাইন (৬৩) নামের এক ব্যক্তি ও তার পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)।

বুধবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সোলায়মান হুসাইনের পরিবারের সদস্যরা ঘরের পুরোনো খুঁটি বদলানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে। এতে তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে মায়ের সামনে মেয়ের মৃত্যু

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আহতাবস্থায় শাশুড়িকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সিথুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ