১৮ দিনের মাথায় কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ
Published: 22nd, May 2025 GMT
দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ দিনের মাথায় শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার (২২ মে) উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ভূঁইয়া।
অধ্যাপক হযরত আলী গত ১ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান। ৩ মে তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু, শিক্ষক সমিতি তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে পদত্যাগের দাবি জানায়। বৃহস্পতিবার সকালেও কুয়েটের উপাচার্যের দায়িত্ব থেকে অধ্যাপক ড.
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দুর্বার বাংলা’র পাদদেশে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম কাদের।
এর আগে গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা/নূরুজ্জামান/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য পদত য গ
এছাড়াও পড়ুন:
দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা ও শিক্ষক হারুনুর রশিদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কার্তিকপুর বাজারে এ মানববন্ধন করা হয়। ‘দোহার আদর্শ শিক্ষক ফেডারেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক হারুনুর রশিদ রাজনৈতিক বিভেদে হত্যার শিকার হয়েছেন। তাঁকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বিনষ্ট করা হয়েছে। শিক্ষক সংগঠনের নেতারা দ্রুত হারুনুর রশিদের খুনি ও ঘটনার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দোহার উপজেলা সভাপতি মো. নূরে আলম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব, দলিলুর রহমান, আবদুর রাজ্জাক, মাসুম হোসেন প্রমুখ।
হারুনুর রশিদ উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন হারুনুর রশিদ। পেছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি নেতা সামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামি করা হয়েছে।
আরও পড়ুনদোহারে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত০২ জুলাই ২০২৫