পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেনদের দল লাহোর কালান্দার্স এলিমিনেটর ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম তুলেছে। বৃহস্পতিবার রাতের ম্যাচে ৮ বল থাকতে ৬ উইকেটের জয় পেয়েছে লাহোর। বিদায় করে দিয়েছে করাচি কিংসকে।
লাহোরের দলে বাংলাদেশের তিন ক্রিকেটার থাকলেও একাদশে জায়গা পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান। বল হাতে শুরুর দিকে ১ ওভার হাত ঘুরিয়ে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। কিন্তু অভিজ্ঞ সাকিবকে আর বোলিং করায়নি লাহোর। ব্যাটিংয়ে নামতে হয়নি তার।
করাচি শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯০ রান তোলে। দলটির অধিনায়ক ও ওপেনার ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চার ও তিনটি ছক্কার শট আসে। খুশদীল শাহ ১৪ বলে ২৭ রান যোগ করেন।
জবাবে লাহোরর ওপেনার ফখর জামান ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কার শট খেলেন। তিনে নামা আব্দুল্লাহ শফিক সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। তার ৩৫ বলে খেলা ইনিংসে পাঁচটি ছক্কা ও তিনটি চারের শট ছিল।
এছাড়া কুশল পেরেরা ২৪ বলে ৩০ ও ভানুকা রাজাপক্ষে ১২ বলে ২৩ রানের ইনিংস খেলেন। লাহোরের হয়ে বল হাতে হারিস রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। লাহোর আজ রাত বাংলাদেশ সময় সাড়ে আটটায় ইসলামাবাদের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে। কোয়েটা গ্লাডিয়েটরস এরই মধ্যে ফাইনালে উঠে গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন উইক ট
এছাড়াও পড়ুন:
সতীর্থের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করলেন ভারতের ক্রিকেটার
ভারতীয় নারী ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা তারই সতীর্থ ক্রিকেটার আরুশি গোয়েলের বিরুদ্ধে প্রতারণা ও চুরির অভিযোগে মামলা করেছেন। আগ্রার সদর থানায় দায়ের করা এফআইআরে উল্লেখ করা হয়েছে, আরুশি প্রায় ২৫ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করেছেন এবং বেআইনিভাবে দীপ্তির ফ্ল্যাটে প্রবেশ করেছেন।
দীপ্তির পরিবারের অভিযোগ, জাতীয় দলের ব্যস্ততার কারণে অনুপস্থিত থাকার সুযোগে আরুশি গোয়েল দীপ্তির আগ্রার বাসায় প্রবেশ করে সোনার ও রূপার গয়না, প্রায় ২ লাখ টাকার বিদেশি মুদ্রা ও আরও কিছু মূল্যবান সামগ্রী চুরি করেন।
এফআইআরে আরও বলা হয়, দীর্ঘদিন একসঙ্গে খেলায় দীপ্তি ও আরুশির মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে আরুশি ও তার পরিবারের সদস্যরা আর্থিক অনটনের কথা বলে দীপ্তির কাছ থেকে অর্থসাহায্য গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে তারা সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
দীপ্তির ভাই সুমিত শর্মা বলেন, ‘এই দুই বছরে আমার বোন প্রায় ২৫ লাখ রূপি দিয়েছে আরুশিকে। যখন ফেরত চাইতে যায়, আরুশি সাফ জানিয়ে দেয়—টাকা ফেরত দেবে না।’
অভিযোগে সুমিত আরও দাবি করেন, এপ্রিলের ২২ তারিখে আরুশি দীপ্তির ফ্ল্যাটে ঢুকে আগের তালা খুলে নতুন তালা লাগিয়ে দেন! এরপর গয়না আর প্রায় ২ হাজার ৫০০ ডলারের বিদেশি মুদ্রা নিয়ে হাওয়া হয়ে যান। পরে সুমিত ওই ফ্ল্যাটে ঢুকতে গিয়ে ব্যাপারটা টের পান। তালা বদলে ফেলায় তিনি আর বাসায় ঢুকতে পারেননি। সুমিতের দাবি, ঘটনাটা দীপ্তিকে প্রচণ্ড মানসিক ধাক্কা দিয়েছে। এখন সে ইংল্যান্ড সফরের আগের ভারতীয় দলের ক্যাম্পে ট্রেনিং নিয়ে ব্যস্ত।
বিষয়টি নিয়ে আগ্রা সদর থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা বলেন, ‘অভিযোগের প্রাথমিক তদন্তে কিছু সত্যতা পাওয়া গেছে। এফআইআরের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বি.এন.এস ৩০৫(ক) (চুরি), ৩৩১(৩) (অনুপ্রবেশ), ৩১৬(২) (বিশ্বাসভঙ্গ) ও ৩৫২ (উদ্দেশ্যপ্রণোদিত অপমান) ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।’
২৮ বছর বয়সী দীপ্তি ভারত নারী দলের হয়ে ৫টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। ২৭ বছর বয়সী আরুশির এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। খেলেন উত্তর প্রদেশ নারী ক্রিকেট দলে, একই সঙ্গে তিনি ভারতীয় রেলের আগ্রা বিভাগের জুনিয়র কেরানি। এই মৌসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে দীপ্তি ইউপি ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করেছেন, একই দলে খেলেছেন আরুশিও।