পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিব আল হাসান, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেনদের দল লাহোর কালান্দার্স এলিমিনেটর ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম তুলেছে। বৃহস্পতিবার রাতের ম্যাচে ৮ বল থাকতে ৬ উইকেটের জয় পেয়েছে লাহোর। বিদায় করে দিয়েছে করাচি কিংসকে।
লাহোরের দলে বাংলাদেশের তিন ক্রিকেটার থাকলেও একাদশে জায়গা পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান। বল হাতে শুরুর দিকে ১ ওভার হাত ঘুরিয়ে ৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। কিন্তু অভিজ্ঞ সাকিবকে আর বোলিং করায়নি লাহোর। ব্যাটিংয়ে নামতে হয়নি তার।
করাচি শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ১৯০ রান তোলে। দলটির অধিনায়ক ও ওপেনার ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি চার ও তিনটি ছক্কার শট আসে। খুশদীল শাহ ১৪ বলে ২৭ রান যোগ করেন।
জবাবে লাহোরর ওপেনার ফখর জামান ২৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কার শট খেলেন। তিনে নামা আব্দুল্লাহ শফিক সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন। তার ৩৫ বলে খেলা ইনিংসে পাঁচটি ছক্কা ও তিনটি চারের শট ছিল।
এছাড়া কুশল পেরেরা ২৪ বলে ৩০ ও ভানুকা রাজাপক্ষে ১২ বলে ২৩ রানের ইনিংস খেলেন। লাহোরের হয়ে বল হাতে হারিস রউফ ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। লাহোর আজ রাত বাংলাদেশ সময় সাড়ে আটটায় ইসলামাবাদের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে। কোয়েটা গ্লাডিয়েটরস এরই মধ্যে ফাইনালে উঠে গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল স ক ব আল হ স ন উইক ট
এছাড়াও পড়ুন:
আটক ৮ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক আট বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ এ তথ্য জানান।
হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া, বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া, শিহাব উদ্দিন, রুবেল মিয়া, জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম, নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
আরো পড়ুন:
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক ৫
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, কাজের সন্ধানে তারা কিছুদিন আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তারা। এরপর বিএসএফ তাদের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে। দুপুর ৩টার দিকে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, “আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
ঢাকা/মামুন/মাসুদ