বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রাফিনিয়া
Published: 23rd, May 2025 GMT
ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন। ক্লাবটির সঙ্গে আগের চুক্তি ছিল ২০২৭ সাল পর্যন্ত, তবে এখন তিনি নতুন করে ২০২৮ সাল পর্যন্ত কাতালানদের হয়েই খেলার অঙ্গীকার করেছেন।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা ও রাফিনিয়া চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।’
২৮ বছর বয়সী রাফিনিয়া সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৬টি ম্যাচ, যেখানে নিজে গোল করেছেন ৩৪টি এবং ২৫টি গোলে করেছেন সহায়তা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই করেছেন ১৩টি গোল, যা তাকে প্রতিযোগিতাটির যৌথ সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
এবারের মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপাই জিতেছে বার্সেলোনা। এই ‘ট্রেবল’ জয়ে রাফিনিয়ার অবদান কম নয়। বিশেষ করে ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা জোড়া গোল ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিকে সমর্থকদের মন কেড়ে নিয়েছে।
এদিকে, বার্সা শিবিরে আরও পরিবর্তন এসেছে। গত বুধবারই ক্লাবের নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিক ২০২৭ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। পাশাপাশি, ১৭ বছর বয়সী প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের সঙ্গেও শিগগিরই দীর্ঘমেয়াদি চুক্তি হতে যাচ্ছে বলে আশা করছে ক্লাবটি।
উল্লেখ্য, ২০২২ সালে প্রায় ৭ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে রাফিনিয়াকে দলে ভেড়ায় বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে পারফরম্যান্সে কিছুটা ভাটা থাকায় তার দল ছাড়ার গুঞ্জন উঠলেও নতুন কোচ ফ্লিকের পরিকল্পনায় নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।