সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জেলা বিএনপি, জেলা বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হয়েছে।

মত বিনিময়ে সভায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে  আলোচ্য সূচি নির্ধারিত রয়েছে।

জেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এতে সভাপতিত্ব করছেন। সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, মাসুকুল ইসলাম রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

আবার নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু মনি–পলকসহ ৯ জন

যাত্রাবাড়ী থানায় করা পৃথক পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার সকালে এই আদেশ দেন।

আজ সকাল আটটার পর ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি শহীদুল হক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়।

সকাল ১০টার পর বৃষ্টির মাত্রা কিছুটা কমে এলে হাজতখানা থেকে আনিসুল হক, সালমান এফ রহমান, আমির হোসেন আমু, দীপু মনিসহ অন্যদের আদালত কক্ষে তোলা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় করা পৃথক পৃথক হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানসহ অন্যদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত শুনানি নিয়ে এসব হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনিসহ অন্যরা। পরে তাঁদের রাজধানীসহ সারা দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রত্যেকের একাধিকবার বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ