সংস্কার-নির্বাচনের রোডম্যাপ চাইলেন জামায়াত আমির
Published: 24th, May 2025 GMT
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। তবে সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেঁধে দেননি।”
শনিবার (২৪ মে) রাত ৯টা ৩৫ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা.
শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি জনগণের ভোগান্তি যেন না হয়, সে সময়ে নির্বাচন দিতে। এর আগে সংস্কার ও বিচারকাজ সম্পন্ন করতে হবে। আরেকটি দল জুলাই ঘোষণার বিষয়ে কথা বলেছে। এটা তাদের ব্যাপার।”
আরো পড়ুন:
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দাবি বিএনপির
তিনি বলেন, “গত পরশুদিন প্রধান উপদেষ্টা একটা মেসেজ দিতে চেয়েছিলেন। যদিও তিনি দেননি। তারপরও দেশবাসী জেনে গেছে। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। যতটুকু জানা গেছে, বিভিন্ন দাবিসহ সাম্প্রতিক আন্দোলনে কিছুটা মনোক্ষুণ্ণ ছিলেন তিনি। তাই এমনটা শোনা গিয়েছিল। আমরা মনে করি, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।”
জামায়াত আমির বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বলেছিলেন, তারা কোনো রাজনৈতিক দলের থাকবেন না। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কথা উঠেছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।আমরা অংশগ্রহণমূলক ভোট চাই। তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা।”
কোনো উপদেষ্টার পদত্যাগ চান কিনা-এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর বলেন, “এখন পর্যন্ত আমরা কারো পদত্যাগ চাইনি। আমাদের চাওয়ার প্রেক্ষিতে আজকে এই বৈঠক। প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যেনতেনভাবে থাকতে চাই না। সবার নিয়ে থাকতে চাই।”
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান
ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে