সংস্কার-নির্বাচনের রোডম্যাপ চাইলেন জামায়াত আমির
Published: 24th, May 2025 GMT
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। তবে সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেঁধে দেননি।”
শনিবার (২৪ মে) রাত ৯টা ৩৫ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা.
শফিকুর রহমান বলেন, “প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি জনগণের ভোগান্তি যেন না হয়, সে সময়ে নির্বাচন দিতে। এর আগে সংস্কার ও বিচারকাজ সম্পন্ন করতে হবে। আরেকটি দল জুলাই ঘোষণার বিষয়ে কথা বলেছে। এটা তাদের ব্যাপার।”
আরো পড়ুন:
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দাবি বিএনপির
তিনি বলেন, “গত পরশুদিন প্রধান উপদেষ্টা একটা মেসেজ দিতে চেয়েছিলেন। যদিও তিনি দেননি। তারপরও দেশবাসী জেনে গেছে। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। যতটুকু জানা গেছে, বিভিন্ন দাবিসহ সাম্প্রতিক আন্দোলনে কিছুটা মনোক্ষুণ্ণ ছিলেন তিনি। তাই এমনটা শোনা গিয়েছিল। আমরা মনে করি, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে।”
জামায়াত আমির বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বলেছিলেন, তারা কোনো রাজনৈতিক দলের থাকবেন না। কিন্তু কিছু ক্ষেত্রে কিছু কথা উঠেছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।আমরা অংশগ্রহণমূলক ভোট চাই। তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি প্রধান উপদেষ্টা।”
কোনো উপদেষ্টার পদত্যাগ চান কিনা-এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর বলেন, “এখন পর্যন্ত আমরা কারো পদত্যাগ চাইনি। আমাদের চাওয়ার প্রেক্ষিতে আজকে এই বৈঠক। প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যেনতেনভাবে থাকতে চাই না। সবার নিয়ে থাকতে চাই।”
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে বিকেলের দিকে
রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা—এই ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
ঢাকায় গতকাল মঙ্গলবার বৃষ্টি শুরু হয়। আজ সকালেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকার আকাশ আজ সারা দিন মেঘলা থাকবে। থাকবে বৃষ্টিও। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে।
আজ দেশের চার বিভাগে বৃষ্টি থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। বৃষ্টির কারণে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আজ সারা দিন ধরেই বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিক থেকে রাজধানীর বৃষ্টি কমে যেতে পারে। গতকালের তুলনায় রাজধানীতে আজ বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু—এই দুই এর প্রভাবে দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, অর্থাৎ উপকূলীয় তিন বিভাগে। এর মধ্যে ফেনীতে গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৩৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তাঁরা বলছেন, আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির কারণে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে গেছে। আজ আরও বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানিয়েছে, বড় নদীগুলোর পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম। তবে ইতিমধ্যে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী শহরে পানি ঢুকে গেছে। বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আজ সেখানে পানি কমে আসার সম্ভাবনা আছে।