গরমের দিনগুলোতে চোখের মেকআপ বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অন্যরকম হওয়া জরুরি। চোখের সাজ সুন্দর হলে মুখে ফুটে উঠে সতেজতা। প্রাইমার ও ফাউন্ডেশন মাখা, কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢেকে দেওয়া, আইব্রো সেটিং করা— এই সব কাজগুলো শেষ করে যখন আইশ্যাডো প্লেট হাতে নেবেন, তখন জানা দরকার কোন রংটি চোখের পাতায় লাগাবেন।
চোখের সাজের জন্য পোশাকের সঙ্গে মানানসই রং বেছে নিতে হবে এমন কোনো কথা নেই। গ্রীষ্মকালে আই মেকআপের জন্য সবসময় হালকা রঙের আইশ্যাডো বেছে নিন। এর মধ্যে পিচ, হালকা গোলাপি, কমলা, হালকা বাদামি ইত্যাদি উল্লেখযোগ্য। প্রাণবন্ত লুক আনতে হালকা নীল, হলুদের মতোও রং ব্যবহার করতে পারেন।
এ ছাড়া সোনালি রঙের সিমার যুক্ত রংও চোখের পাতায় লাগাতে পারেন। অনুষ্ঠান সন্ধ্যায় হলে গোল্ডেন আইশ্যাডো বেছে নিতে পারেন। উইং আইলাইনারও পরতে পারেন।
অফিস বা কলেজ যাওয়ার জন্য এই গরমে আইশ্যাডো ব্যবহারের দরকার নেই। অনেকেই আজকাল টিন্ট দিয়েই চোখের পাতা সাজাচ্ছেন। এতে একদম ন্যাচারাল লুক আসে। হালকা রঙের ক্রিম আইশ্যাডো পরতে পারেন চোখের পাতায়। ক্রিম ব্লাশ, বঞ্জার দিয়েও চোখ রাঙিয়ে নেওয়া যায়। চেষ্টা করবেন চোখের পাতা যতটা বেশি হালকা রাখা যায় এবং লুক যেন একদম ন্যাচারাল হয়।
চোখের পাতায় যেটাই লাগাবেন, সেটা ভালো করে ব্লেন্ড হওয়া চাই। এরপর আইলাইনার না পরলেও চলে। শুধু মাস্কারা লাগিয়ে নিন। এতেই পাবেন গ্রীষ্মকালের পারফেক্ট আই মেকআপ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গরমে যেমন হবে চোখের সাজ
গরমের দিনগুলোতে চোখের মেকআপ বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অন্যরকম হওয়া জরুরি। চোখের সাজ সুন্দর হলে মুখে ফুটে উঠে সতেজতা। প্রাইমার ও ফাউন্ডেশন মাখা, কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢেকে দেওয়া, আইব্রো সেটিং করা— এই সব কাজগুলো শেষ করে যখন আইশ্যাডো প্লেট হাতে নেবেন, তখন জানা দরকার কোন রংটি চোখের পাতায় লাগাবেন।
চোখের সাজের জন্য পোশাকের সঙ্গে মানানসই রং বেছে নিতে হবে এমন কোনো কথা নেই। গ্রীষ্মকালে আই মেকআপের জন্য সবসময় হালকা রঙের আইশ্যাডো বেছে নিন। এর মধ্যে পিচ, হালকা গোলাপি, কমলা, হালকা বাদামি ইত্যাদি উল্লেখযোগ্য। প্রাণবন্ত লুক আনতে হালকা নীল, হলুদের মতোও রং ব্যবহার করতে পারেন।
এ ছাড়া সোনালি রঙের সিমার যুক্ত রংও চোখের পাতায় লাগাতে পারেন। অনুষ্ঠান সন্ধ্যায় হলে গোল্ডেন আইশ্যাডো বেছে নিতে পারেন। উইং আইলাইনারও পরতে পারেন।
অফিস বা কলেজ যাওয়ার জন্য এই গরমে আইশ্যাডো ব্যবহারের দরকার নেই। অনেকেই আজকাল টিন্ট দিয়েই চোখের পাতা সাজাচ্ছেন। এতে একদম ন্যাচারাল লুক আসে। হালকা রঙের ক্রিম আইশ্যাডো পরতে পারেন চোখের পাতায়। ক্রিম ব্লাশ, বঞ্জার দিয়েও চোখ রাঙিয়ে নেওয়া যায়। চেষ্টা করবেন চোখের পাতা যতটা বেশি হালকা রাখা যায় এবং লুক যেন একদম ন্যাচারাল হয়।
চোখের পাতায় যেটাই লাগাবেন, সেটা ভালো করে ব্লেন্ড হওয়া চাই। এরপর আইলাইনার না পরলেও চলে। শুধু মাস্কারা লাগিয়ে নিন। এতেই পাবেন গ্রীষ্মকালের পারফেক্ট আই মেকআপ।