Samakal:
2025-11-02@19:08:10 GMT

গরমে যেমন হবে চোখের সাজ 

Published: 25th, May 2025 GMT

গরমে যেমন হবে চোখের সাজ 

গরমের দিনগুলোতে চোখের মেকআপ বছরের অন্যান্য দিনগুলোর তুলনায় অন্যরকম হওয়া জরুরি। চোখের সাজ সুন্দর হলে মুখে ফুটে উঠে সতেজতা। প্রাইমার ও ফাউন্ডেশন মাখা, কনসিলার দিয়ে ডার্ক সার্কেল ঢেকে দেওয়া, আইব্রো সেটিং করা— এই সব কাজগুলো শেষ করে যখন আইশ্যাডো প্লেট হাতে নেবেন, তখন জানা দরকার কোন রংটি চোখের পাতায় লাগাবেন।

চোখের সাজের জন্য পোশাকের সঙ্গে মানানসই রং বেছে নিতে হবে এমন কোনো কথা নেই। গ্রীষ্মকালে আই মেকআপের জন্য সবসময় হালকা রঙের আইশ্যাডো বেছে নিন। এর মধ্যে পিচ, হালকা গোলাপি, কমলা, হালকা বাদামি ইত্যাদি উল্লেখযোগ্য। প্রাণবন্ত লুক আনতে হালকা নীল, হলুদের মতোও রং ব্যবহার করতে পারেন।

এ ছাড়া সোনালি রঙের সিমার যুক্ত রংও চোখের পাতায় লাগাতে পারেন। অনুষ্ঠান সন্ধ্যায় হলে গোল্ডেন আইশ্যাডো বেছে নিতে পারেন। উইং আইলাইনারও পরতে পারেন।

অফিস বা কলেজ যাওয়ার জন্য এই গরমে আইশ্যাডো ব্যবহারের দরকার নেই। অনেকেই আজকাল টিন্ট দিয়েই চোখের পাতা সাজাচ্ছেন। এতে একদম ন্যাচারাল লুক আসে। হালকা রঙের ক্রিম আইশ্যাডো পরতে পারেন চোখের পাতায়। ক্রিম ব্লাশ, বঞ্জার দিয়েও চোখ রাঙিয়ে নেওয়া যায়। চেষ্টা করবেন চোখের পাতা যতটা বেশি হালকা রাখা যায় এবং লুক যেন একদম ন্যাচারাল হয়।

চোখের পাতায় যেটাই লাগাবেন, সেটা ভালো করে ব্লেন্ড হওয়া চাই। এরপর আইলাইনার না পরলেও চলে। শুধু মাস্কারা লাগিয়ে নিন। এতেই পাবেন গ্রীষ্মকালের পারফেক্ট আই মেকআপ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র পচর চ আইশ য ড

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ