দুই দিনেও সচল হয়নি বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, আজকের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

তবে দর্শকেরা কখন থেকে টিকিট কিনতে পারবেন, সেটা পরিষ্কার করে বলতে পারেননি গাউস, ‘তারা (টিকিফাই) আমাদের বলেছে আজকের মধ্যে সিস্টেম চালু হয়ে যাবে। কাজও চলছে। আশা করি, আজই সবাই আবার টিকিট কিনতে পারবেন।’

অবশ্য কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল প্রথম আলোকে জানিয়েছেন, সন্ধ্যার মধ্যে টিকিট বিক্রি শুরু হবে, ‘আজ সন্ধ্যার মধ্যে লাইভে চলে যাব। এরপরই দর্শকেরা টিকিট কিনতে পারবেন।’

এখন পর্যন্ত সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। সেগুলো পর্যবেক্ষণ করেছে কম্পিটিশন কমিটি।

আরও পড়ুনঢাকায় হামজা-শমিতদের খেলা দেখতে কত টাকা লাগবে২১ মে ২০২৫

যেমনটা বলেছেন তাজওয়ার, ‘এখন পর্যন্ত সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচের অভিযোগ পেয়েছি। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। যদি ভুলত্রুটি পাওয়া যায়, তাহলে সংশোধন করা হবে।’

এর আগে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই সাইবার আক্রমণের শিকারের কথা জানায় বাফুফে। এ জন্য দুঃখ প্রকাশ করে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, টিকিট বিক্রির ওয়েবসাইটটি ‘সাইবার হামলার’ শিকার হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানানো হবে। কিন্তু সেই সংবাদ বিজ্ঞপ্তির প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও আজ বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়নি।

আরও পড়ুনসাবিনার সময় শেষ হয়ে আসছে, মনে করেন বাটলার১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। চার বছর পর নতুনভাবে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে বহুল আলোচিত আন্তর্জাতিক ম্যাচ, সঙ্গে হামজা চৌধুরী ও শমিত সোমের সঙ্গে ফাহামিদুল ইসলামের মতো ফুটবলারদের খেলা দেখার সুযোগ।

স্বাভাবিকভাবেই ১০ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী। ফুটবলপ্রেমীদের মুখে এটকটাই প্রশ্ন—টিকিটি কীভাবে পাওয়া যাবে?

দেশের মাটিতে হামজার অভিষেক দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি

ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর রোরাইমায় ভোটে অনিয়ম তদন্তে বুধবার ‘অপারেশন কাইজা প্রেতা’ (ব্ল্যাক বক্স) শুরু করেছে দেশটির পুলিশ। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এই তদন্তে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির সাউদ অন্যতম সন্দেহভাজন।

২০২৪ সালে রোরাইমা পৌরসভা নির্বাচনে ভোট ক্রয়ের অভিযোগের তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ। সেখানকার ফেডারেল ডেপুটি হেলেনা লিমা এই তদন্তের কেন্দ্রবিন্দু, যা শুরু হয় গত বছর। তাঁর স্বামী ও ব্যবসায়ী রেইনালদো লিমা রোরাইমায় পৌরসভা নির্বাচনের আগে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়ালসহ গ্রেপ্তার হন। সাউদ হেলেনা লিমার সহযোগী এবং তাঁরা একই রাজনৈতিক (এমডিবি) দলের সদস্য।

আরও পড়ুনরোনালদোর যে ‘খিদে কখনো কমে না’২ ঘণ্টা আগে

সামির সাউদ, হেলেনা লিমা, রেইনালদো লিমা ও রোরাইমার যোগাযোগ অবকাঠামোর (ডিএনআইটি) সুপারিনটেনডেন্ট ইগো ব্রাসিল ছাড়াও আরও ৬ জন পুলিশের এই অভিযানের লক্ষ্যবস্তু। সিবিএফ সদর দপ্তর ছাড়াও সাউদের বাসায়ও অভিযান পরিচালনা করে পুলিশ।

সিবিএফ নিশ্চিত করেছে, ‘সকাল ৬টা ২৪ মিনিট থেকে ৬টা ৫২ মিনিটের মধ্যে সদর দপ্তরে পুলিশ এসেছে এবং এই অভিযান রোরাইমা নির্বাচনী আদালতের নির্দেশে শুরু হওয়া তদন্তের অংশ।’ সিবিএফ এটাও নিশ্চিত করেছে, ‘এই অভিযানের সঙ্গে সিবিএফ ও ব্রাজিলিয়ান ফুটবলের কোনো সম্পর্ক নেই।’ পাশাপাশি ‘সভাপতি সামির সাউদ তদন্তের কেন্দ্রবিন্দু নন’—এই কথাও জানানো হয়েছে সিবিএফের পক্ষ থেকে।

সিবিএফ সদরদপ্তরেও অভিযান চালায় ব্রাজিলের পুলিশ

সম্পর্কিত নিবন্ধ

  • পৌরসভা নির্বাচনে ভোট কেনার অভিযোগে ব্রাজিল ফুটবলপ্রধানের অফিস ও বাসায় তল্লাশি