বৈষম্যবিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রদল
Published: 27th, May 2025 GMT
সরকারি তিতুমীর কলেজে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে হল খোলার দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে ছাত্রদল হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের হল খোলার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রদলে নেতাকর্মীরা সেখানে ব্যানার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলে এবং শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে। এর মধ্যে নায়েক নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইমকে ব্যাপক মারধর করে ছাত্রদল। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম এমন সময় দেখি, হল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন। কিছুক্ষণ পর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এসে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর আকস্মিক হামলা চালায়। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী আলি আহমেদ বলেন, প্রিন্সিপাল স্যার আমাদের বিশৃঙ্খলাকারী বলে ছাত্রদলের হাতে উঠিয়ে দিয়েছেন, আজকে তিনি আমাদের ওপর হামলা করিয়েছেন। আগে হল ছাত্রলীগের অধীনে থাকতো, এখন ছাত্রদলের অধীনে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন নাইম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করতে যান, সেখানে মারামারির ঘটনার ভিডিও করতে গেলে তার ওপর হামলা করা হয়।
এ বিষয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়ে তাদের বাহিস্কার করার বার্তা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ত ম র কল জ ছ ত রদল ত ত ম র কল জ ছ ত রদল র ন ত কর ম র ওপর হ দ র ওপর
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট