প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে লিভারপুল শহরের রাস্তায় জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। উৎসবের সেই মুহূর্তে হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে চারজন শিশু।

লিভারপুল পুলিশ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে, যিনি সন্দেহভাজন চালক। যদিও তারা নিশ্চিত করেছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় এবং এটি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’। তদন্তে এ পর্যন্ত পরিকল্পিত হামলার বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গাড়িটি আচমকা জনতার ভিড়ে উঠে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর জনতা চালকের দিকে তেড়ে গেলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে রক্ষা করে।

লিভারপুল পুলিশের অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আর কাউকে খুঁজছি না এবং এটি সন্ত্রাসী কার্যক্রম নয়।’

করোনাভাইরাস মহামারির পর এই প্রথম বড় কোনো শিরোপা উদ্‌যাপনের সুযোগ পেয়েছিল লিভারপুল সমর্থকরা। উচ্ছ্বাসে ভাসা সেই দিনটি ম্লান করে দেয় এ দুর্ঘটনা। তবে দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগেই মূল বাসটি শহরের ওই রাস্তা অতিক্রম করে। 

সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন ‘এক্স’–এ এক পোস্টে লিখেছেন, ‘একটি আনন্দময় দিন গভীর দুঃখে রূপ নিয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আহতদের প্রতি সহানুভূতি জানান।

এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং আহতদের প্রতি তাদের গভীর সমবেদনা রইল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

টোকিওর হিবিয়া পার্ক ঘিরে শরতের নরম আলো আর ঠান্ডা বাতাস। গাছের পাতায় পাল্টাচ্ছে রং।  এমন পরিবেশে জমে গেছে ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা, তারকা আর সমালোচকেরা একত্র হয়েছেন জাপানের এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে। লালগালিচা থেকে সিনেমা হল, মাস্টারক্লাস থেকে টিফ লাউঞ্জ—সবখানেই এখন শুধু চলচ্চিত্রেরই জয়গান।

উৎসবের শুরু
২৭ অক্টোবর, সোমবার সন্ধ্যায় হিবিয়ার ঐতিহ্যবাহী তাকারাযুকা থিয়েটারে উৎসবের পর্দা ওঠে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ১৬২ মিটার দীর্ঘ লালগালিচা ধরে হেঁটে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব। লালগালিচায় ছিলেন অস্কারজয়ী পরিচালক পল শ্রেডার, বিখ্যাত ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, মালয়েশীয় নির্মাতা চং কিট আউন, কোরিয়ান–চীনা পরিচালক ঝাং লু, স্বনামধন্য চিত্রগ্রাহক ক্রিস্টোফার ডয়েল ও আজারবাইজানি নির্মাতা হিলাল বাইদারোভ। জাপানি চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী তাকিউচি কুমি, পরিচালক ফুকাদা কোজি, নাকাগাওয়া রিউতারো, সাইতো কিয়োকো ও আরও অনেকে।

আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি হিসেবে দায়িত্বে আছেন ইতালীয় চলচ্চিত্র সমালোচক কার্লো চ্যাট্রিয়ান। তাঁর সহ-জুরি দলে রয়েছেন তাইওয়ানের অভিনেত্রী গিওয়েই লুন-মেই, ফরাসি সম্পাদক ম্যাথিউ ল্যাক্লাউ, জাপানি অভিনেতা ও নির্মাতা সাইতোহ তাকুমি এবং চীনা প্রযোজক ভিভিয়ান কু।

বাঁ দিক থেকে পরিচালক সাকামোতো জুনজি, টিফ চেয়ারম্যান আন্দো হিরোইয়াসু, পুরস্কার হাতে অভিনেত্রী ইয়োশিনাগা সায়ুরি, জুরি সভাপতি কার্লো চ্যাট্রিয়ান এবং অভিনেত্রী নন

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • ক্রিকেট ম্যাচের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দুর্ঘটনা, আহত ২৭ নারী পুলিশ সদস্য
  • ট্রেনের ছাদে ভ্রমণকালে বৈদ্যুতিক লাইনের নেটের আঘাতে নিহত ১, আহত ৫
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া