প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আনন্দে লিভারপুল শহরের রাস্তায় জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। উৎসবের সেই মুহূর্তে হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে চারজন শিশু।

লিভারপুল পুলিশ জানিয়েছে, ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে, যিনি সন্দেহভাজন চালক। যদিও তারা নিশ্চিত করেছে, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয় এবং এটি ‘একটি বিচ্ছিন্ন ঘটনা’। তদন্তে এ পর্যন্ত পরিকল্পিত হামলার বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, গাড়িটি আচমকা জনতার ভিড়ে উঠে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এরপর জনতা চালকের দিকে তেড়ে গেলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে রক্ষা করে।

লিভারপুল পুলিশের অস্থায়ী ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আর কাউকে খুঁজছি না এবং এটি সন্ত্রাসী কার্যক্রম নয়।’

করোনাভাইরাস মহামারির পর এই প্রথম বড় কোনো শিরোপা উদ্‌যাপনের সুযোগ পেয়েছিল লিভারপুল সমর্থকরা। উচ্ছ্বাসে ভাসা সেই দিনটি ম্লান করে দেয় এ দুর্ঘটনা। তবে দুর্ঘটনার মাত্র ১০ মিনিট আগেই মূল বাসটি শহরের ওই রাস্তা অতিক্রম করে। 

সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন ‘এক্স’–এ এক পোস্টে লিখেছেন, ‘একটি আনন্দময় দিন গভীর দুঃখে রূপ নিয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আহতদের প্রতি সহানুভূতি জানান।

এক বিবৃতিতে লিভারপুল ফুটবল ক্লাব জানায়, তারা পুলিশ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং আহতদের প্রতি তাদের গভীর সমবেদনা রইল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।

আরো পড়ুন:

আলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক?

বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট

১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও মনোনয়ন পান।

১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ এরপর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি খ্যাত। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’–এর প্রতিষ্ঠাতাও তিনি। অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেন।

২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড