সাতক্ষীরার কলারোয়ায় গ্রাহকের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘ম্যাসেঞ্জার’ নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে আটক করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।

গ্রাহকের হাতে আটক হওয়া ব্যক্তির নাম কামরুজ্জামান বাবু। তিনি ওই প্রতিষ্ঠানের সভাপতি।

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, কয়েক বছর আগে কলারোয়া থানার সামনে একটি মার্কেটে অফিস নেয় ‘ম্যাসেঞ্জার’। সেখানকার কর্মকর্তারা বেশি মুনাফা দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত নেন। প্রায় তিন বছর আগে কয়েকশ গ্রাহকের ২ কোটি টাকার বেশি নিয়ে গা-ঢাকা দেন কর্মকর্তারা। দীর্ঘদিন তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে কামরুজ্জামান বাবু জমি রেজিস্ট্রি করতে কলারোয়া সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। গোপন সূত্রে বিষয়টি জানতে পেরে কয়েকজন ভুক্তভোগী তাকে আটক করে কলারোয়া বাজার কমিটির নেতাদের খবর দেন।

জানা যায়, প্রতিষ্ঠানটি ১৫% সুদে লোন দিয়েছে। অথচ ১৮% হারে আমানতকারীদের লভ্যাংশ দিয়েছে। ৩% অর্থ কোথা থেকে আসত, সেটার সদুত্তর দিতে পারেননি আটক কর্মকর্তা।

কামরুজ্জামান বাবুর ভাষ্য, তারা কয়েকজন মিলে প্রতিষ্ঠানটি চালাতেন। তাদের মধ্যে দু’জন বিদেশে চলে গেছেন। গ্রাহকদের চাপে দুই বছর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। ব্যক্তিগত প্রয়োজনে বিক্রি করা একটি জমি রেজিস্ট্রি করে দিতে কলারোয়া এসেছিলেন। 

তাঁর দাবি, বিভিন্ন ব্যক্তিকে তারা ২ কোটি ৪ লাখ টাকা ঋণ দিয়েছিলেন। আর তাদের প্রতিষ্ঠানে গ্রাহকদের আমানত ছিল ১ কোটি ৭৫ লাখ টাকা। তাদের প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া অনেক গ্রাহকের কাছে অর্থ পাবেন তারা। ভুক্তভোগী গ্রাহকদের টাকা পরিশোধ করার আশ্বাস দেন তিনি।

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম জানান, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক কর মকর ত গ র হক র কল র য়

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ