আমাকে ‘আন্ডা সেলে’ রাখা হয়েছিল: সুরাজ পাঞ্চোলি
Published: 28th, May 2025 GMT
২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুর একটি অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করা হয়। ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান এই বলিউড অভিনেতা। দীর্ঘ ১০ বছর পর এ মামলা থেকে খালাস পান সুরাজ।
‘হিন্দি রাশ’ পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন সুরাজ পাঞ্চোলি। এ আলাপচারিতায় কারাগারের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন। জেলবন্দি জীবনের অভিজ্ঞতা জানিয়ে সুরাজ পাঞ্চোলি বলেন, “সবকিছুই যেন ধোঁয়াশার মতো ছিল। আমার বয়স তখন মাত্র ২১ বছর। আমাকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছিল। সেখানে ‘আন্ডা সেল’ (একক কারাবাসের কক্ষ)-এ রাখা হয়েছিল। আমি সেই কক্ষে ছিলাম, যেখানে কসাবকে রাখা হয়েছিল। আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল, যেন আমি বোমা বিস্ফোরণ ঘটিয়েছি।”
‘আন্ডা সেল’-এর দুঃসহ স্মৃতিচারণ করে সুরাজ পাঞ্চোলি বলেন, “আমাকে কসাবের সেলে রাখা হয়েছিল। আমার কাছে কোনো বালিশও ছিল না। আমি খবরের কাগজের ওপর শুয়ে থাকতাম। আমার সঙ্গে এমন ব্যবহার করা হতো, যেন কোনো ভয়ংকর অপরাধ করেছি। আমি একটুও বাড়িয়ে বলছি না। চার-পাঁচ বছর পর বুঝতে পেরেছি, আমার উপর কী অত্যাচার হয়েছিল। আমার মনে হতো, এটা কোনো দুঃস্বপ্ন। সিবিআই তদন্ত হয়েছিল। আমাকে ‘আন্ডা সেল’-এ রাখা হতো। ওখানে থাকা খুবই কঠিন ছিল।”
আরো পড়ুন:
ক্যানসার আক্রান্ত দীপিকা কাক্কর
৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান!
২০১২ সালে ফেসবুকে পরিচয় হয় সুরাজ পাঞ্চোলি-জিয়া খানের। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে এ সম্পর্ক প্রেমে রূপে নেয়। ২০১৩ সালের ৩ জুন আত্মহত্যার আগে সুরাজের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যান জিয়া। তার আগের তিনদিন সুরাজের বাড়িতে ছিলেন জিয়া। বাড়ি ফিরে এক মেয়ে বন্ধুকে কেন্দ করে বাগবিতণ্ডায় জড়ায় জিয়া-সুরাজ।
এরপর অতিরিক্ত মেসেজে বিরক্ত হয়ে সুরাজ রাগ করে বিবিএম (ব্ল্যাক বেরি ম্যাসেঞ্জার) বন্ধ করে দেন। এরপর মধ্যরাতে জিয়া সুরাজকে ফোন করেন, সে সময়ও তাদের মধ্যে অনেক তর্ক হয়। এরপর জিয়াকে গালিগালাজ দিয়ে মেসেজ পাঠান সুরাজ। এরপর জিয়ার মা রাবেয়া বাড়িতে ফিরে দেখেন জিয়া তার শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
২০১৩ সালের অক্টোবরে রাবেয়া খাতুন মুম্বাই উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। তাতে উল্লেখ করেন, তার মেয়ে জিয়াকে হত্যা করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে এ মামলা থেকে খালাস পান সুরাজ পাঞ্চোলি। যদিও আদালতের এই রায়ে সন্তুষ্ট নন জিয়ার মা।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র হয় ছ ল
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।