২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুর একটি অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে গ্রেপ্তার করা হয়। ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান এই বলিউড অভিনেতা। দীর্ঘ ১০ বছর পর এ মামলা থেকে খালাস পান সুরাজ।

‘হিন্দি রাশ’ পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন সুরাজ পাঞ্চোলি। এ আলাপচারিতায় কারাগারের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন। জেলবন্দি জীবনের অভিজ্ঞতা জানিয়ে সুরাজ পাঞ্চোলি বলেন, “সবকিছুই যেন ধোঁয়াশার মতো ছিল। আমার বয়স তখন মাত্র ২১ বছর। আমাকে আর্থার রোড জেলে পাঠানো হয়েছিল। সেখানে ‘আন্ডা সেল’ (একক কারাবাসের কক্ষ)-এ রাখা হয়েছিল। আমি সেই কক্ষে ছিলাম, যেখানে কসাবকে রাখা হয়েছিল। আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল, যেন আমি বোমা বিস্ফোরণ ঘটিয়েছি।”

‘আন্ডা সেল’-এর দুঃসহ স্মৃতিচারণ করে সুরাজ পাঞ্চোলি বলেন, “আমাকে কসাবের সেলে রাখা হয়েছিল। আমার কাছে কোনো বালিশও ছিল না। আমি খবরের কাগজের ওপর শুয়ে থাকতাম। আমার সঙ্গে এমন ব্যবহার করা হতো, যেন কোনো ভয়ংকর অপরাধ করেছি। আমি একটুও বাড়িয়ে বলছি না। চার-পাঁচ বছর পর বুঝতে পেরেছি, আমার উপর কী অত্যাচার হয়েছিল। আমার মনে হতো, এটা কোনো দুঃস্বপ্ন। সিবিআই তদন্ত হয়েছিল। আমাকে ‘আন্ডা সেল’-এ রাখা হতো। ওখানে থাকা খুবই কঠিন ছিল।”

আরো পড়ুন:

ক্যানসার আক্রান্ত দীপিকা কাক্কর

৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ খান!

২০১২ সালে ফেসবুকে পরিচয় হয় সুরাজ পাঞ্চোলি-জিয়া খানের। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে এ সম্পর্ক প্রেমে রূপে নেয়। ২০১৩ সালের ৩ জুন আত্মহত্যার আগে সুরাজের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যান জিয়া। তার আগের তিনদিন সুরাজের বাড়িতে ছিলেন জিয়া। বাড়ি ফিরে এক মেয়ে বন্ধুকে কেন্দ করে বাগবিতণ্ডায় জড়ায় জিয়া-সুরাজ।

এরপর অতিরিক্ত মেসেজে বিরক্ত হয়ে সুরাজ রাগ করে বিবিএম (ব্ল্যাক বেরি ম্যাসেঞ্জার) বন্ধ করে দেন। এরপর মধ্যরাতে জিয়া সুরাজকে ফোন করেন, সে সময়ও তাদের মধ্যে অনেক তর্ক হয়। এরপর জিয়াকে গালিগালাজ দিয়ে মেসেজ পাঠান সুরাজ। এরপর জিয়ার মা রাবেয়া বাড়িতে ফিরে দেখেন জিয়া তার শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

২০১৩ সালের অক্টোবরে রাবেয়া খাতুন মুম্বাই উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। তাতে উল্লেখ করেন, তার মেয়ে জিয়াকে হত্যা করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে এ মামলা থেকে খালাস পান সুরাজ পাঞ্চোলি। যদিও আদালতের এই রায়ে সন্তুষ্ট নন জিয়ার মা।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র হয় ছ ল

এছাড়াও পড়ুন:

পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে ডুবে প্রাণ গেল শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো- বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৮) ও একই এলাকার হানিফ মিয়ার ছেলে জুনায়েদ হোসেন (৬)

জানা যায়, খেলার সময় পার্শ্ববর্তী একটি পুকুরে ফুটবল পড়ে যায়। সেই বল তুলতে গিয়ে পুকুরে নামে হাবিবুর ও জুনায়েদ। এ সময় তারা ডুবে যায়। বিষয়টি এক নারী দেখতে পেয়ে উভয়ের পরিবারকে জানায়। এরপর আশপাশের মানুষসহ পরিবারের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার করে তাদের কাঁচপুরের একটি ক্লিনিকে নিয়ে যান। তবে, অবস্থার অবনতি দেখে ওই হাসপাতাল ভর্তি না নিয়ে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খাল থেকে ২২ দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার, মাসহ আটক ৪
  • সাহসী দৃশ্যে অভিষেক, দাউদ ইব্রাহিমের সঙ্গে প্রেম, এরপর আড়ালে চলে যান এই অভিনেত্রী
  • ম্যারিকোর সাবেক শ্রমিকদের পাওনা দাবি-সংক্রান্ত আবেদনের শুনানি ঈদের পর
  • ঘাড়ের ব্যথা সারানোর ব্যায়াম
  • ঈদে অতিথি আপ্যায়নে থাকুক ‘আমের পায়েস’
  • চিংড়ির মালাইকারী রান্না করে পাক্কা রাঁধুনিতে সেরা সাইমা
  • শাপলার গণহত্যার সমর্থক শাহবাগিদেরও বিচার করতে হবে: হেফাজতে ইসলাম
  • পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে ডুবে প্রাণ গেল শিশুর
  • পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে ডুবে প্রাণ গেল শিশুর মৃত্যু