আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। এ কারণে ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এদিকে ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নোয়াবকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এর আগে, ঈদে গণমাধ্যমকর্মীদের পাঁচ দিনের ছুটির দাবি জানানো হয়েছিল।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো গণমাধ্যমকর্মীরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে পাঁচ দিনের ছুটির দাবি জানানো হয়েছিল। দাবি মানায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।

ঢাকা/এএএম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বুধবার (২৮ মে) নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। এ কারণে ৬ থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এদিকে ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নোয়াবকে ধন্যবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এর আগে, ঈদে গণমাধ্যমকর্মীদের পাঁচ দিনের ছুটির দাবি জানানো হয়েছিল।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো গণমাধ্যমকর্মীরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে পাঁচ দিনের ছুটির দাবি জানানো হয়েছিল। দাবি মানায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।

ঢাকা/এএএম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ