ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসচাপায় মাহেন্দ্র গাড়ির যাত্রী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুরা গ্রামের আব্দুস ছোবান (৬০) ও তার ছেলে সবুজ মিয়া (৩২) এবং দড়িপাঁচাশি গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে কহিনুর সুলতানা (৩৫)। 

আহতরা হলেন- সাব্বির (২৭), শিউলি (২৮), রফিকুল ইসলাম (৩০), আব্দুল গণি (৫০), রমজান আলী (২৩), শাহীন (২০)। অপর একজনের নাম জানা যায়নি। তারা সবাই মাহেন্দ্রের যাত্রী ছিল। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী রিয়াদ ও নাছিরুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র ঈশ্বরগঞ্জের দিকে আসছিল। পৌর এলাকার দত্তপাড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মাহেন্দ্রটির পেছনের অংশ মহাসড়কের ওপর এসে যায়। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস এসে মাহেন্দ্রকে চাপা দেয়। এতে মাহেন্দ্রতে থাকা বাবা-ছেলেসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত সাতজন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ওবায়দুর রহমান বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। আমি ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ট্রেনের টিকিট কালোবাজারি চলছেই, ৮ স্টেশনে দুদকের অভিযান

আসন্ন ঈদে ট্রেনযাত্রায় টিকিট বিক্রিতে কালোবাজারি ও হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়সহ অন্যান্য সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম একযোগে দেশের আটটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে সংস্থাটি। টিকিট বিক্রির প্রক্রিয়াগত কাজে নানা গলদ পাওয়া গেছে। বুধবার কমিশনের এনফোর্স ইউনিটের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালনা করা হয়।  

রেলওয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কমসহ একাধিক প্রতিষ্ঠান টিকিট বিক্রি করছে। এবারের ঈদযাত্রা সামনে রেখে দুদক সহজ ডট কমের প্রধান কার্যালয়েও অভিযান পরিচালনা করেছে। দুদকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আকতারুল ইসলাম সমকালকে এই তথ্য জানিয়েছেন।  

কমলাপুরে রেল স্টেশনে অভিযান: রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীসেবা প্রদানে হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষিতে বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। স্টেশনে অবস্থানরত যাত্রী ও অন্যান্যদের জন্য প্রয়োজনীয় বিশ্রামাগারের অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। স্টেশনে অবস্থানরত ও যাত্রীদের জন্য খাবার পানি সরবরাহের কলগুলো বন্ধ পাওয়া যায়। ঢাকা রেলওয়ে স্টেশনে ইজারা পদ্ধতিতে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে যেখানে অতিরিক্ত মূল্য প্রদান করতে হয় বলে যাত্রীরা অভিযোগ করেন। বনলতা এক্সপ্রেসের যাত্রীসেবা ও অন্যান্য সুবিধা পর্যবেক্ষণে দেখা যায় যে, ট্রেনে প্রয়োজনীয় সংখ্যক অ্যাটেনন্ডেটের অনুপস্থিতি রয়েছে এবং বরাদ্দ করা টয়লেট টিস্যু ও সাবান দেওয়া হয়নি। রেলওয়ে ডিজেল ওয়ার্কশপে বাজারমূল্যের থেকে অতিরিক্ত মূল্যে বিভিন্ন যন্ত্রাংশ কেনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। 

রাজশাহীতে অনলাইনে বিক্রিত টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে: রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে। টিমের সদস্যরা পরিচয় গোপন করে গ্রাহক সেজে রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, দায়িত্বরত আরএনবি’র সদস্য, আশেপাশের দোকান এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে টিকিট পাওয়া নিয়ে কথা বলে। প্রাথমিক পর্যালোচনায় ঈদযাত্রায় সম্পূর্ণ অনলাইনে বিক্রিত টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে বলে টিম তথ্য-প্রমাণ পায়। 

সিলেট: সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা, টিকিট ব্যবস্থাপনা ও অবকাঠামোগত কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য মিলেছে। আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবার জন্য নির্ধারিত ১৮ প্রকার সামগ্রীর মধ্যে শুধুমাত্র এসি বগিতে সীমিত পরিসরে সাবান ও টিস্যু সরবরাহ করা হয়। এসব সামগ্রীর নামে মাসে প্রায় ৭০ লাখ টাকা ভুয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ করা হচ্ছে। অনবোর্ড যাত্রীসেবার জন্য আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘প্রগতি এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অ্যাটেনন্ডেন্টদের নির্ধারিত ১৬ হাজার টাকা বেতন না দিয়ে বরং তাদের কাছ থেকে মাসে কয়েক হাজার টাকা আদায় করা হচ্ছে। স্টেশনের পুরাতন প্লাটফর্ম ভেঙে পাওয়া সাড়ে তিন টন রড এক লাখ সতের হাজার টাকায় বিক্রি করে সরকারি তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। 

রংপুর: রংপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে রেলওয়ে স্টেশনের আশপাশে অবস্থান নিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানে স্টেশন এলাকায় অপরিষ্কার-অপরিচ্ছন্নতাসহ চারটি ওয়েটিং রুমের মধ্যে তিনটি ওয়েটিং রুম তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওয়েটিং রুম খুলে রাখার ব্যবস্থা, বাথরুমসহ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতির জন্য স্টেশন মাস্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করলে অতিরিক্ত মূল্য দিয়ে টিকিট বিক্রির সত্যতা পায়। প্রাথমিক পর্যালোচনায়  দেখা যায়, স্টেশনে দায়িত্বরত আরএনবির সদস্যরা বুকিং সহকারীদের সঙ্গে যোগসাজস করে টিকিট কালোবাজারির কাজগুলো করে। এছাড়া টিম কর্তৃক ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে অতিরিক্ত টাকা আদায় করে যাত্রীদের টিকিট ছাড়াই বগিতে অবস্থান করার সুযোগ দেওয়াসহ নানাবিধ অনিয়মের সত্যতা পাওয়া যায়। 

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ রেল স্টেশনে ছদ্মবেশে পর্যবেক্ষণ করা হয়। রেলওয়ে বুকিং সহকারী দু’জনের কাছে বিধিবহির্ভূতভাবে টিকিট পাওয়া যায়, যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কমিউটার ট্রেনে টিকেটে অতিরিক্ত টাকা আদায় করা হয় বলে যাত্রীদের কাছ থেকে তথ্য পায় দুদক টিম। স্টেশনে আগত যাত্রীদের জন্য প্রথম শ্রেণির বিশ্রামাগার এবং স্টেশন অপরিচ্ছন্ন থাকার বিষয়টি টিমের নজরে আসে।  

এছাড়া একই অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর ও জামালপুর সদর রেল স্টেশনে অভিযান পরিচালনা করে অনিয়নের সত্যতা পাওয়া যায়। অভিযানে সংগৃহীত নথিপত্রের আলোকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • ইভা নাফি নিহান বাঁচবে কীভাবে
  • ইভা নাফি নিহান বাঁচবে কীভাবে, বাবা-দাদার প্রাণ গেল সড়কে
  • ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি 
  • বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৬
  • ট্রেনের টিকিট কালোবাজারি, ৮ স্টেশনে দুদকের অভিযান
  • ট্রেনের টিকিট কালোবাজারি চলছেই, ৮ স্টেশনে দুদকের অভিযান
  • ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৩
  • ঈশ্বরগঞ্জে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের
  • ময়মনসিংহে বিআরটিসির বাসের ধাক্কায় নিহত ৩