ওডিশায় ‘বিয়ে বোমায়’ হত্যার ঘটনায় সাবেক অধ্যক্ষের যাবজ্জীবন
Published: 28th, May 2025 GMT
ভারতের ওডিশা রাজ্যে ২০১৮ সালে পার্সেল বোমা পাঠিয়ে এক নববধূর স্বামী ও তাঁর দাদিকে হত্যার দায়ে কলেজের এক সাবেক অধ্যক্ষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
খুন, হত্যাচেষ্টা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে ৫৬ বছর বয়সী পুঞ্জিলাল মেহেরকে দোষী সাব্যস্ত করে ওডিশার আদালত এ রায় দেন। ঘটনাটি ‘বিয়ে বোমা’ (ওয়েডিং বম্ব) নামে পরিচিতি পায়। এ নিয়ে ভারতজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
বিয়ের উপহারের মতো করে বোমাটি বানিয়ে তা নতুন বর সৌম্য শেখর সাহুর বাড়িতে পাঠানো হয়। ২৬ বছর বয়সী এই সফটওয়্যার প্রকৌশলীর বিয়ের কিছুদিন পরে এ ঘটনা ঘটে।
উপহার ভেবে পার্সেলটি খোলার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই সাহু ও তাঁর দাদিমা মারা যান এবং স্ত্রী রিমা মারাত্মকভাবে আহত হন।
মামলার বাদীপক্ষের যুক্তি শুনে আদালত মন্তব্য করেন, এটি ছিল একটি ‘ঘৃণ্য’ অপরাধ। তবে আদালতের মতে, এটি ‘সবচেয়ে বিরল ও ভয়াবহ’ ধরনের মামলা নয়, যার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য। তাই আদালত আসামিকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।’
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওডিশার বোলাঙ্গির জেলার শান্ত শহর পাটনাগড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বোমা হামলার শিকার সৌম্যের পরিবার বিয়ের মাত্র পাঁচ দিন পর একসঙ্গে দুপুরের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তাঁদের বাড়িতে একটি পার্সেল আসে। পার্সেলটি সৌম্যর নামে পাঠানো হয়েছিল এবং দেখতে ছিল বিয়ের উপহারের মতো। ধারণা করা হচ্ছে, পার্সেলটি ওই স্থান থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ছত্তিশগড় রাজ্যের রায়পুর থেকে পাঠানো হয়েছিল।
সৌম্য যখন পার্সেলটি খুলতে তাতে বাঁধা সুতা টানেন, তখনই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রান্নাঘর ছিন্নভিন্ন হয়ে যায়, ঘটনাস্থলেই সৌম্য ও তাঁর ৮৫ বছর বয়সী দাদি জেমামণি সাহু মারা যান। ২২ বছর বয়সী সৌম্যর স্ত্রী রিমা মারাত্মকভাবে দগ্ধ হন। তাঁর কানের পর্দা ফেটে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়েন।
দীর্ঘ তদন্তের পর পুলিশ ৪৯ বছর বয়সী পুঞ্জিলাল মেহেরকে গ্রেপ্তার করে। তিনি ছিলেন একজন শিক্ষক ও স্থানীয় কলেজের সাবেক অধ্যক্ষ। ওই কলেজে সৌম্যর মা চাকরি করতেন।
তদন্তকারীরা জানান, পুঞ্জিলাল পেশাগত দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে রাগ পুষে রেখেছিলেন এবং পরিকল্পনা করে এই পার্সেল বোমা হামলা চালান। তিনি ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে রায়পুর থেকে বোমাটি কুরিয়ার করেন। এ কাজের জন্য তিনি এমন একটি কুরিয়ার সার্ভিস বেছে নেন যেখানে সিসিটিভি বা পার্সেল স্ক্যানিং ছিল না।
বোমাটি বাসে করে ৬৫০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। একাধিক হাত বদল হয়ে পার্সেলটি অবশেষে ঠিকানায় পৌঁছায়। তদন্তকারীদের মতে, পাটের সুতা দিয়ে মোড়ানো দেখতে সাধারণ হলেও বোমাটি ছিল প্রাণঘাতী। খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের জন্য প্রস্তুত করা ছিল।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহের প্রথমে একটি অবিশ্বাস্য গল্প বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, অন্য কেউ তাঁকে হুমকি দিয়ে চিঠি পৌঁছে দিতে বাধ্য করেছিল।
পুলিশের দাবি, পরে মেহের স্বীকারোক্তি দিয়েছেন। তিনি দীপাবলির সময় পটকা জমা করেছিলেন এবং এগুলোর ভেতরে থাকা গানপাউডার বের করে বোমাটি তৈরি করেছিলেন। পরে রায়পুর থেকে কুরিয়ার–সেবার মাধ্যমে ২৬ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর সাহুর বাড়িতে পাঠিয়েছিলেন।
মেহের তাঁর মুঠোফোন বাড়িতে রেখে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন এবং সিসিটিভি এড়াতে ট্রেনের টিকিটও কেনেননি। এমনকি সৌম্যের বিয়েতেও উপস্থিত ছিলেন মেহের। নিহত হওয়ার পর তাঁর শেষকৃত্যেও অংশ নিয়েছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উইন্ডোজ ১১ আপডেট করতে না পারার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মাইক্রোসফট
মাইক্রোসফটের নিষেধাজ্ঞার কারণে এত দিন চাইলেও ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১১-এর ২০২৪ সংস্করণ (২৪এইচ২) ইনস্টল করতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে উইন্ডোজের ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) ত্রুটির সমাধান করে উইন্ডোজ ১১-এর ইমার্জেন্সি আপডেট উন্মুক্ত করার পাশাপাশি ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মাইক্রোসফট। ফলে এখন থেকে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারী সহজেই কম্পিউটারে উইন্ডোজের ১১-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন।
মাইক্রোসফটের তথ্যমতে, ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থায় উইন্ডোজ ২৪এইচ২ আপডেট করতে গেলে কিছু কম্পিউটারে হঠাৎ রিস্টার্ট এবং বিএসওডি সমস্যা হতো। এই ত্রুটি দূর করে নতুন হালনাগাদ উন্মুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইজি অ্যান্টি-চিট একটি বহুল ব্যবহৃত গেম সুরক্ষা সফটওয়্যার, যা অ্যাপেক্স লেজেন্ডস, ওয়ার থান্ডার, ডেড বাই ডেলাইট, এলডেন রিং, রাস্ট, স্কোয়াড ও এনবিএ টু কে ২৫সহ অসংখ্য অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে ব্যবহার করা হয়।
মাইক্রোসফট জানিয়েছে, যেসব কম্পিউটারে অন্য কোনো আপডেটসংক্রান্ত নিষেধাজ্ঞা নেই, সেগুলো এখন উইন্ডোজ আপডেটের মাধ্যমে ২৪এইচ২ সংস্করণ ইনস্টল করতে পারবে। তবে কিছু ব্যবহারকারীর কম্পিউটারে একটি সতর্কবার্তা দেখা যেতে পারে। যেখানে জানানো হবে সিস্টেমে ইজি অ্যান্টি-চিটের এমন একটি সংস্করণ ইনস্টল আছে, যা নতুন উইন্ডোজ সংস্করণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ অবস্থায় নিয়মিত খেলা গেম চালুর মাধ্যমে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যারটি হালনাগাদ করে নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কম্পিউটারে ইজি অ্যান্টি-চিটের পুরোনো সংস্করণ ইনস্টল থাকলেও গেম চালিয়ে সেটি সক্রিয় করা হলে বিএসওডি সমস্যা দেখা দেবে না।
২০২৪ সালের অক্টোবরে মাইক্রোসফট ইন্টেলের অ্যাল্ডার লেক ও ভি-প্রো প্ল্যাটফর্মচালিত যন্ত্রেও একই ধরনের সমস্যার কারণে ২৪এইচ২ আপডেট স্থগিত করেছিল। ওই সময় ‘অ্যাসফল্ট ৮’ গেম ক্র্যাশ হওয়া এবং ইজি অ্যান্টি-চিট সক্রিয় থাকলে ব্লু স্ক্রিন দেখা দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সমস্যা সমাধান করে চলতি বছরের মার্চে সেই আপডেট নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।
সূত্র: ব্লিপিং কম্পিউটার