মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা এটিএম আজহারকে নির্দোষ ঘোষণা করায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। তাদের এ মশাল মিছিলকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে হলপাড়ায় গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা। এ সময় বিজয় একাত্তর হল, জিয়াউর রহমান হল ও জসীমউদ্দিন হল থেকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে দুয়োধ্বনি দেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বামপন্থি জোট এটিএম আজহারের মুক্তিতে বিক্ষোভ করে। যখন তারা হল পাড়ায় এসে পৌঁছায় তখন হল পাড়ায় বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে সম্বোধন করেন। গতকালও তারা মিছিল নিয়ে এসেছিলেন। তখনও হল পাড়ার শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।
মিছিলে অংশগ্রহণকারীদের একজন বলেন, অভ্যুত্থানের হত্যার বিচার হয় না আবার এ টি এম আজহারকে খালাস করা হয়। এ যদি হয় বাংলাদেশের বিচারব্যবস্থার সংস্কৃতি তাহলে আমরা বুঝবো ফ্যাসিবাদী আমলে যেভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছিল তা বজায় আছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা