রোনালদোকে ধরে রাখার মিশনে নেমেছে সৌদি আরব
Published: 29th, May 2025 GMT
ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরবে ধরে রাখতে তাঁর সঙ্গে ‘কঠিন’ এক আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশটির অফিশিয়ালরা। সহজ কথায় আলোচনাটি স্বস্তিদায়ক হচ্ছে না কিংবা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। এ বিষয়ে জানেন, এমন এক সূত্র খবরটি জানিয়েছেন বার্তা সংস্থা এএফপিকে।
গত মঙ্গলবার আল নাসর সৌদি প্রো লিগের মৌসুম শেষ করার পর ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দেন রোনালদো। আল ফাতেহর কাছে ৩-২ গোলে হেরে তৃতীয় হয়ে লিগ শেষ করে আল নাসর। রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এরপর লেখা হয়,‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন১৬ হাজার কোটি টাকা খরচ করে অবশেষে কিছু একটা পেল চেলসি৯ ঘণ্টা আগেআল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালে আল নাসরে যোগ দেন। ফিফা ক্লাব বিশ্বকাপে রোনালদোর খেলার গুঞ্জন চলছে।
রোনালদোর ক্লাব আল নাসর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অনেকের ধারণা, ক্লাব বিশ্বকাপে খেলতেই আল নাসর ছাড়তে চান রোনালদো। এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিছুদিন আগে বলেছেন, রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে ‘আলোচনা চলছে’।
সৌদি আরব থেকে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে শুধু আল হিলাল। এএফপিকে সূত্র জানিয়েছে, দলবদলের মাধ্যমে আল নাসর থেকে রোনালদোকে আল হিলালে পাঠানো হতে পারে। সৌদি আরবের সরকারি বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দেশটির ফুটবলে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। পিআইএফের সেই সূত্র বলেছেন, সৌদি প্রো লিগের আগামী মৌসুমে ‘থাকার জন্য রোনালদোকে রাজি করাতে তাঁর সঙ্গে কঠিন এক আলোচনা চলছে।’
রোনালদোর বিষয়ে আল নাসরের অবস্থান আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন ক্লাবটির পরিচালক ফার্নান্দো হিয়েরো, ‘আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করব, যেন সে আমাদের সঙ্গে চালিয়ে যেতে পারে। তাকে সই করাতে অনেক ক্লাবই আগ্রহী। চুক্তি নবায়ন করতে আমরা রোনালদোর সঙ্গে আলোচনা করছি। সৃষ্টিকর্তা চাইলে আমরা সমাধান খুঁজে বের করতে পারব।’
আরও পড়ুনমেসি-সুয়ারেজের জোড়া গোল, জয়ে ফিরল মায়ামি১১ ঘণ্টা আগেরোনালদোকে নিয়ে এএফপিকে সেই সূত্র আরও বলেছেন, ‘প্রথম পথটা হলো আল আহলিতে যোগদান, যেখানে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। কিংবা এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলিতে যোগদান।’
তেলসমৃদ্ধ সৌদির সরকারি স্বাধীন বিনিয়োগ তহবিল পিআইএফ প্রো লিগে আল নাসর, আল হিলাল ও আল আহলিকে নিয়ন্ত্রণ করে।
খেলোয়াড় সই করাতে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলকে ১ থেকে ১০ জুন পর্যন্ত দলবদলের বিশেষ সময় দেবে ফিফা। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপ।
রোনালদোর সৌদি প্রো লিগে যোগদান দেশটির ঘরোয়া ফুটবলে কত প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলেছেন সেই সূত্র, ‘গত আড়াই বছরে সৌদি প্রো লিগের উন্নতিতে অন্যতম বড় ভূমিকা রোনালদোর উপস্থিতি। অভিজাত ও তরুণ খেলোয়াড়দের সৌদি আরবে আসার দ্বার খুলেছেন তিনি।’
আল নাসর এবার লিগে তৃতীয় হলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। গত মাসে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরে যাওয়া আল নাসরের হয়ে সৌদি লিগ কিংবা মহাদেশীয় ট্রফি জিততে পারেননি।
পাঁচবার ব্যালন ডি’অরজয়ী ৪০ বছর বয়সী রোনালদো গত বছর জানিয়েছিলেন, তিনি আল নাসরেই ক্যারিয়ার শেষ করতে পারেন। সৌদি রাজপরিবারের অনেকেরই পছন্দের ক্লাব আল নাসর। প্রচুর অর্থ বিনিয়োগ করে ইউরোপের বেশ কিছু বড় তারকাকে নিজেদের ঘরোয়া ফুটবলে নিয়ে এসেছে সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপও আয়োজন করবে দেশটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প বল ছ ন
এছাড়াও পড়ুন:
সবাই ভেবেছিলেন কিশোরী ডুবে গেছে, ১০ দিন পর ফোন করে জানাল সে গাজীপুরে আছে
১০ দিন আগে কুষ্টিয়ার কুমারখালীর মরা কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়েছিল কিশোরী সোহানা খাতুন। বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। তবে গত বুধবার রাতে মাকে ফোন করেছে সোহানা; জানিয়েছে সে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।
নিখোঁজ হওয়া কিশোরীর নাম সোহানা খাতুন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ায়। তার বাবা গোলাম মওলা ও মা শিরিনা খাতুন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জুলাই দুপুরে বাড়ির পাশের মরা কালিগঙ্গা নদীতে গোসল ও কাপড় ধুতে গিয়েছিল সোহানা। দীর্ঘ সময়েও না ফেরায় তার মা নদীর ধারে যান; দেখেন, সোহানার কাপড় পড়ে আছে। এরপর স্বজন ও এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ওই রাতে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। পরদিন খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১২ ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান না পেয়ে অভিযান স্থগিত করে। ২১ জুলাই এক কবিরাজ এনে নদীতে খোঁজার চেষ্টাও করেন সোহানার বাবা–মা।
এমন অবস্থায় বুধবার রাতে হঠাৎ সোহানা তার মায়ের ফোনে কল দিয়ে জানায়, সে ঢাকার গাজীপুরে তার প্রাক্তন স্বামীর কাছে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান সোহানার বাবা গোলাম মওলা। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, মেয়ে নদীতে ডুবে গেছে। সবাই মিলে খোঁজাখুঁজি করেছি। এমনকি কবিরাজও এনেছিলাম। কিন্তু হঠাৎ বুধবার আমার স্ত্রীকে ফোন দিয়ে জানায়, সে প্রাক্তন স্বামীর কাছে আছে। আমরা বিষয়টি গতকাল রাতে পুলিশকে জানিয়েছি।’ বিষয়টি বুঝতে না পেরে সবাইকে কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।
স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর আগে খালাতো ভাই কুতুব উদ্দিনের সঙ্গে পালিয়ে যায় সোহানা এবং দুজন বিয়ে করে। তবে বনিবনা না হওয়ায় তিন মাস আগে সোহানা তাকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসে। নদীতে নিখোঁজ হওয়ার ‘নাটক’ করে সে পালিয়ে গেছে।
এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, শুরুতে পরিবারের লোকজন জানিয়েছিল, নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়েছে সোহানা। গতকাল আবার তার বাবা জানিয়েছে, মেয়ে গাজীপুরে প্রাক্তন স্বামীর কাছে আছে।