যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে নিজেদের তৈরি চালকবিহীন রোবোট্যাক্সির কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুন চালকবিহীন রোবোট্যাক্সি সেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারে প্রতিষ্ঠানটি। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, কয়েক দিন ধরে অস্টিনে কোনো চালক ছাড়াই মডেল ওয়াই গাড়ি চলছে এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, রোবোট্যাক্সিতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সি ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ১২ জুনের মধ্যে রোবোট্যাক্সি সেবা আনুষ্ঠানিকভাবে চালু করতে চায় টেসলা। যদিও তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক বহু বছর ধরেই চালকবিহীন রোবোট্যাক্সি চালুর প্রতিশ্রুতি দিয়ে আসছেন। ২০২২ সালে তিনি বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই টেসলার রোবোট্যাক্সি রাস্তায় নামবে।

সম্প্রতি ফরচুন সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অস্টিনের স্থানীয় ও সরকারি সংস্থাগুলো এখনো টেসলার পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশিকা বা প্রশিক্ষণ পায়নি। বিশেষ করে রোবোট্যাক্সি দুর্ঘটনায় পড়লে যাত্রীদের কীভাবে উদ্ধার করতে হবে, সে বিষয়ে কোনো দিকনির্দেশনা তাদের জানানো হয়নি।

বৈদ্যুতিক গাড়ি (ইভি)–বিষয়ক ওয়েবসাইট ইলেকট্রেক জানিয়েছে, টেসলার তৈরি চালকবিহীন গাড়িতে ‘টেলিঅপারেশন’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে গাড়ির ভেতরে কেউ না থাকলেও দূর থেকে মানব অপারেটর তা নিয়ন্ত্রণ করতে পারবে। তবে বিশেষজ্ঞদের মতে, চালকবিহীন গাড়ি চালুর আগে মাসের পর মাস পরীক্ষামূলকভাবে রাস্তায় পরীক্ষা করা হয়। নিরাপদে কয়েক লাখ মাইল দূরত্ব অতিক্রমের রেকর্ডও থাকতে হয়। সে হিসেবে টেসলার মাত্র কয়েক দিনের পরীক্ষা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইলন ম স ক চ লকব হ ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ