গ্রামের ছেলে বাদশাহ। শোক সংবাদ, ওয়াজ মাহফিল, সিনেমার মাইকিং, পণ্যের প্রচারসহ নানা কিছু উঠে আসে তাঁর কণ্ঠে। স্টাইলিস্ট ছেলেটির কণ্ঠের কারিশমা সবাইকে মুগ্ধ করে রাখে। গ্রামের সবাই তাঁর ভক্ত। বিশেষ করে মেয়েরা। এ কারণে ছেলেরা বাদশাহর কাছে অনুরোধ জানায় মাইকিং করে যেন তার ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক করে দেয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বাদশাহ দ্য লোকাল হিরো’। এতে বাদশাহ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। তাঁর বিপরীতে প্রথমবার দেখা যাবে তাসনুভা তিশাকে। 

সোহেল মণ্ডল তাঁর অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এবার এ নাটকে তাঁকে দেখা যাবে ভিন্নধর্মী চরিত্রে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে সোহেল মণ্ডল বলেন, ‘বাদশাহ দ্য লোকাল হিরো গ্রামের একটি চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া গল্প। ছোটবেলায় আমরা দেখেছি এক শ্রেণির মানুষ মাইকিং করে। তাঁর জীবনকে ঘিরে থাকে নানা ঘটনা। সেরকমই একটি চরিত্র এটি। ছোট ছোট মজার ঘটনায় আমার চরিত্রটি এস্টাবলিস্ট হয়। বাদশাহর জীবনে প্রেম আসে। এগিয়ে যায় গল্প। আমরা গতানুগতিক গ্রামের যে গল্প দেখি এটি তেমন নয়। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ 

নাটকটি নির্মিত হয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে। আসছে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। 

অভিনেতা সোহেল মণ্ডল শখের বসে ২০০৬ সালে নাগরিক নাট্যাঙ্গনে যোগ দিয়ে অভিনয় শেখেন। পরে ২০০৯ সালে যুক্ত হন প্রাচ্যনাটে। ছোটপর্দায় দেখিয়েছেন অভিনয় মুনশিয়ানা। তাকদীর তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ। সিরিজে তাঁর অভিনীত মন্টু চরিত্রটি প্রশংসা কুড়িয়েছে।  

বড়পর্দায় তিনি আসেন ২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমা দিয়ে। সিনেপাড়ায় কর্মজীবন ৯ বছরের মতো হয়েছে, অথচ এর মধ্যেই অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয়ের জন্য প্রথমবারের মতো কলকাতার ফিল্মফেয়ার সম্মাননাও পেয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’। 
 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত কর ছ ন ব দশ হ চর ত র

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই