ইন্টারকে গোলের মালা পরিয়ে ইউরোপসেরা পিএসজি
Published: 1st, June 2025 GMT
ইন্টার মিলান ০-৫ পিএসজি
পিএসজির কাতারি মালিকপক্ষ এখন শান্তিতে ঘুমাতে পারবেন।
১৪ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কেনার পর রোপন করা হয়েছিল স্বপ্নের বীজ। সেই স্বপ্নে তা দিতে অর্থ খরচ করা হয়েছে জলের মতো। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমাররাও যখন পারলেন না, ভেবে নেওয়া হয়েছিল পিএসজির ইউরোপ জয়ের স্বপ্ন বুঝি পূরণ হওয়ার নয়!
অলক্ষ্যে বসে হেসেছেন ভাগ্য-বিধাতা। বুঝি ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন এতদিন! ‘হ্যামেলিনের বাঁশিওয়ালা’র মতো হয়ে আসা কোচ লুইস এনরিকে এসে অবশেষে আইফেল টাওয়ার আলোকিত করলেন চারবার! আসলে প্যারিস শহর আগেই ঠিক করে রেখেছিল, মিউনিখের আলিয়াঞ্জ আরিনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি যতগুলো গোল করবে, ততবার আইফেল টাওয়ার আলোকিত করা হবে।
মিউনিখের ফাইনাল না দেখে থাকলে স্কোরলাইনটি এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অবশেষে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তুলতে পারল পিএসজি। প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার রাতটি ফরাসি ক্লাবটির ইতিহাসে সেরা রাত না হয়ে পারেই না!
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি
ফের বিয়ের কথা ভাবছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিয়ের পর অভিনয় জগতকে বিদায় জানাতে চান বলেও জানিয়েছেন তিনি। টিভি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান তিনি।
তানিয়া বৃষ্টি বলেন, “আমি মনে করি সংসার আর ক্যারিয়ার—দুটো একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে সংসারেই মনোযোগ দিতে চাই। পরিবার আর জীবনসঙ্গীকেই তখন সবচেয়ে বেশি সময় দেব।”
আগামী পাঁচ বছর অভিনয়ে পুরোপুরি সক্রিয় থাকতে চান তানিয়া বৃষ্টি। এরপর বিয়ে করে সংসার আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান। তবে দেশে নয়, বিদেশে সেটল হতে চান এই নায়িকা। তার ভাষায়—“ইচ্ছা আছে দেশের বাইরে সেটেল হওয়ার।”
আরো পড়ুন:
জায়েদ খানের অতিথি মোনালিসা
বধূবেশে অভিষেক কন্যা
তবে বিয়ের নির্দিষ্ট কোনো সময় বা পাত্র এখনো নির্ধারিত হয়নি। এ তথ্য জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “ভালো একজন মানুষ পেলে আর নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করলে তবেই সিদ্ধান্ত নেব।”
২০১৭ সালে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক বছরেই বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও তানিয়া তা উড়িয়ে দিয়ে বলেন, “এসব নিছক গুজব।”
অভিনয়ে নিজের অবস্থান প্রসঙ্গে বলতে গেলে, ‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’সহ একাধিক নাটকে তানিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনজগতেও রয়েছে তার সরব উপস্থিতি।
ঢাকা/রাহাত/শান্ত