জমে থাকা বৃষ্টির পানি সরানোর জন্য ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের বল্লামুখা বেড়িবাঁধ এলাকার নোম্যান্সল্যান্ডে খাল খনন করছে বিএসএফ। শনিবার (৩১ মে) দুপুরে ভারী বৃষ্টির মধ্যে তারা কাজ করে। এ ঘটনায় বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কালিকাপুর ক্যাম্পের সুবেদার হানিফ এবং বিএসএফের পক্ষে আইসিনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ভারতীয় অংশে জলাবদ্ধতা নিরসনের জন্য বিএসএফ তাদের অংশে ড্রেনেজ ব্যবস্থা করে। যার কিছু অংশ নোম্যান্সল্যান্ডের ২০-৩০ মিটারের মধ্যে চলে আসায় বিজিবি বাধা দিয়েছে।

আরো পড়ুন:

ফেনী সীমান্ত দিয়ে আরো ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরো ১৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

এলাকাবাসী জানান, খাল খননের প্রথম চেষ্টা হয় গত বৃহস্পতিবার রাতে মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের সীমান্ত পিলার ২১৫৭/১১-এস সংলগ্ন এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় বিজিবির বাধায় সেদিন পিছু হটে বিএসএফ। 

স্থানীয় বাসিন্দা মমতাজ মিয়া বলেন, ‍“বৃষ্টির রাতে স্কেভেটর নিয়ে এসে তারা (বিএসএফ) খাল কাটার চেষ্টা করে। বিজিবির সঙ্গে আমরাও গিয়ে তাদের বাধা দেই। পরে তারা চলে যায়।”

পূর্ব রাঙ্গামাটিয়ার বাসিন্দা মো.

মজনু বলেন, “সীমান্ত পিলারের কাছে বাঁধ না দিলে ভারতীয় পানি আমাদের গ্রামগুলোতে ঢুকবে।”

বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য তারা ড্রেন তৈরি করেছে, যা বাংলাদেশে বন্যা বা বাঁধে ক্ষতির কারণ হবে না। তারা দাবি করেছে, বাংলাদেশ বল্লামুখায় নোম্যান্সল্যান্ডে বাঁধ নির্মাণ করেছে, যার ফলে ভারতীয় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, “নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণ উভয় দেশের নীতিমালায় নিষিদ্ধ। তাই আমরা পতাকা বৈঠকে এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছি।”

তিনি আরো বলেন, “নোম্যান্সল্যান্ডে ভারত খাল খনন করেছে বিষয়টি পুরোপুরি সত্য নয়। মূলত বাংলাদেশ অংশে বল্লামুখা বাঁধ নির্মাণের কারণে ভারতের ত্রিপুরা এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা নিরসনের জন্য তারা তাদের অংশে ড্রেনেজ ব্যবস্থা করে। যার কিছু অংশ নোম্যান্সল্যান্ডের ২০-৩০ মিটারের মধ্যে চলে আসায় আমরা বাঁধা দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “ভারতের সুবিধার্থে সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও স্থানীয়দের প্রচেষ্টায় তা ঠেকানো গেছে। আমরা সতর্ক আছি, এমন কাজ করতে দেওয়া হবে না।”

ঢাকা/সাহাব/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ন র জন য খ ল খনন ব এসএফ

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

আরো পড়ুন:

কক্সবাজারে ৮০ শতাংশ মাদক আসে সাগরপথে: বিজিবি 

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য সহায়তার আহ্বান বিজিবির

ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে আটজন নারী, দুইজন পুরুষ ও পাঁচজন শিশু। তারা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাদের রাতে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশি নাগরিকরা বিএসএফের কাছে আটক হন। তাদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মো. শাহীন সানা, তার স্ত্রী নিলুফা ও কন্যা শাহিনা সুলতানা, একই উপজেলার নওয়াবেকি গ্রামের মিস সুরাইয়া ইয়াসমিন, মোছা. রাবিয়া বেগম, বড়কুপট গ্রামের জাহাঙ্গীর আলম, লিপিকা খাতুন, নাজমা খাতুন, জিম তরফদার, বয়ারসিং গ্রামের মোছা. ফারহানা আক্তার ও তার ছেলে ফারহান ঢালী, উত্তর আটুলিয়া গ্রামের সেমিনা খাতুন, আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন ও রিয়াদ হাসান এবং সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফুলমতি খাতুন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “ভারতের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিকরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের হন্তান্তর করেন।”

তিনি আরো বলেন, “বিজিবি ফেরত আনা নারী-পুরুষ ও শিশুদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর