Samakal:
2025-11-02@07:52:27 GMT

দি এরা অব এআই

Published: 1st, June 2025 GMT

দি এরা অব এআই

দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্মার্ট ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচনের মাধ্যমে এআই ইন্টিগ্রেটেড প্রযুক্তি খাতে বাংলাদেশ নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। সারাদেশে দ্রুত বিকাশমান ডিজিটাল ল্যান্ডস্কেপের পরিসর বাড়ল। সেন্টার পয়েন্টে অবস্থিত স্টোরটি সবার জন্য এআই প্রযুক্তিকেন্দ্রিক অ্যাক্সেসেবল করে তুলবে। সর্বাধুনিক লাইফস্টাইলের সঙ্গে সংযুক্ত করবে।
আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ফ্ল্যাগশিপ স্টোরটি শুধু রিটেইল স্পেস নয়; বরং এটি এমন জায়গা, যেখানে গ্রাহক ব্র্যান্ডের সর্বশেষ উদ্ভাবনা সরাসরি ও প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। অন্যদিকে, ফিউচারিস্টিক উদ্ভাবনার মাধ্যমে প্রযুক্তি ব্র্যান্ড কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার বিশেষ সুযোগ পাবেন আগ্রহীরা।
উত্তরা সেন্টার পয়েন্টে ফ্ল্যাগশিপ স্টোর এখন প্রতিদিন দর্শনার্থীর জন্য খোলা থাকছে। স্মার্ট লাইফস্টাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে জীবনকে সহজ আর উপভোগ্য করেছে, তা এখন সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
ইন্টারঅ্যাক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই প্রযুক্তি সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যার মধ্যে রয়েছে মেগা মিনি গেমিং জিওয়ান, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা (গ্লাস), ডায়নামিক ওয়ান, স্মার্টওয়াচ, স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট গ্যাজেটসের 
বেশ কিছু উদ্ভাবন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ