নওবা তাহিয়া হোসাইন। অভিনেত্রী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে প্রকাশ পেয়েছে তাঁর অভিনীত নাটক ‘গ্যাংস্টার ব্রোস’। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন
‘গ্যাংস্টার ব্রোস’ নাটকটির দর্শক প্রতিক্রিয়া জানার কী সুযোগ হয়েছে?
কাছের মানুষরা নাটকটি দেখে ভালোলাগার কথা জানিয়েছেন। সবাই আমার লুকটা বেশি পছন্দ করেছেন। গল্পটি অসাধারণ। এ কারণে কাজটি দর্শকের ভালো লেগেছে। ইরফান সাজ্জাদ ও পাভেল ভাইয়ের সঙ্গে এটিই ছিল আমার প্রথম কাজ। সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো ছিল।
শুনেছি, এবারের ঈদে নাটকে কাজ করেননি। কারণ কী?
পড়াশোনা নিয়েই একটু ব্যস্ত সময় যাচ্ছে। এ কারণে ঈদে নতুন কোনো নাটকে অভিনয় করিনি। অনেক দিন ধরে মনে হচ্ছিল একই রকমের অনেকগুলো কাজ করেছি। ভালো কাজ করার জন্য মাঝেমধ্যে বিরতি নেওয়া দরকার। বিরতি নিলে কাজের একঘেয়েমি দূর হয়। কাজ করতে করতে হাফিয়ে উঠেছিলাম। তবে এটি সাময়িক বিরতি। আগস্টের পরে পুরোদমে কাজে ফিরব। পরবর্তী উৎসবগুলোতে আমাকে পর্দায় বেশি বেশি দেখা যাবে বলে আশা করছি। গত রোজার ঈদে অনেকগুলো কাজ করেছিলাম। এমনকি চাঁদরাত পর্যন্ত শুটিং হয়েছে। অভিনয় ক্যারিয়ারে এটাই ছিল আমার ব্যস্ততম ঈদ। অভিনয় শুরুর পর এর আগেও একবার ঈদ পালন করেছি। এতটা ব্যস্ত ছিলাম না; তবে এই ঈদে দর্শকরা একেবারেই নিরাশ হবেন না। আগে কিছু কাজ করা ছিল, যা এই ঈদে প্রচার হবে।
ওটিটি দিয়ে পরিচিতি পেয়েছেন। সেখানে খুব একটা পাওয়া যায় না আপনাকে?
হ্যাঁ, ওটিটি আমাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দিয়েছে। তবে ওটিটি থেকে খুব একটা কাজ এসেছে, তেমন নয়। মাঝে একটা কাজ এসেছিল, তবে ব্যাটেবলে মেলেনি। ওটিটির কাজে বেশি সময় দরকার। ওই সময়ে আমার হাতে বেশি সময় ছিল না। আমি ওটিটির ভক্ত। এটি অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে ভালো ভালো কাজ হচ্ছে। আমি ওটিটিতেও বেশি বেশি কাজ করতে চাই।
এবার ঈদের পরিকল্পনা কী?
আমি ঢাকার মেয়ে। প্রতিবারের মতো এবারও ঢাকায় ঈদ উদযাপন করব। দাদাদাদি, মাবাবাসহ পরিবারের সদস্য ও বন্ধুরা ঢাকায় থাকেন। সবার সঙ্গে ঈদে আনন্দময় সময় কাটবে। আমার ঈদের সকাল শুরু হয় মায়ের হাতের সেমাই দিয়ে। বিকেলে একটু ঘোরাঘুরি করব। রাতটা শেষ হয় খুশির ঘুম দিয়ে।
অভিনয় নিয়ে স্বপ্নের কথা বলুন?
আমি এখনও পড়াশোনা করছি, সঙ্গে অভিনয়ে ক্যারিয়ার গড়ছি। দুটি একসঙ্গে ভারসাম্য করা কঠিন। পড়াশোনা ঠিক রেখে যতটুকু অভিনয়ে মন দেওয়া যায়, সেটা চেষ্টা করি। নিরীক্ষাধর্মী কাজ আমার পছন্দের। এ কারণে বেশি বেশি নিরীক্ষাধর্মী কাজ করতে চাই। আগামীতে অসাধারণ সব কাজ আসুক। সর্বোপরি ভালো কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা পেতে চাই।
উৎস: Samakal
কীওয়ার্ড: অভ ন ত র ট ভ ন টক ক জ কর
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন