গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, যুবকের মৃত্যু
Published: 2nd, June 2025 GMT
পটুয়াখালীর বাউফলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকে থাকা ১৪ গরুর মধ্যে ১১টি জীবিত ও তিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে কালাইয়া-বাউফল সড়কের আফসারের গ্রেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জেলার দশমিনা উপেজলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালী গ্রামের আবদুর করিম মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। আফসারের গ্রেজ এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
৩১ মণের ‘সান্ডা’ কিনলে ‘পান্ডা’ ফ্রি
কোরবানির পশুর চামড়া সংগ্রহে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলো স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি