পটুয়াখালীর বাউফলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকে থাকা ১৪ গরুর মধ্যে ১১টি জীবিত ও তিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে কালাইয়া-বাউফল সড়কের আফসারের গ্রেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল জেলার দশমিনা উপেজলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালী গ্রামের আবদুর করিম মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। আফসারের গ্রেজ এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

৩১ মণের ‘সান্ডা’ কিনলে ‘পান্ডা’ ফ্রি

কোরবানির পশুর চামড়া সংগ্রহে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলো স্থানীয়দের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গর

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ