সকাল সাড়ে ১০টায় হামজা চৌধুরীকে বহনকারী বিমান ঢাকায় পৌছার কথা ছিল। বেলা ১১টার দিকে সেই বিমান হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অপেক্ষামাণ গণমাধ্যমকর্মীদের ফাঁকি দিয়ে এই তারকা ফুটবলার চলে আসেন হোটেলে।
লম্বা বিমান যাত্রার ধকল সামলাতে হামজা হোটেলে বিশ্রাম নিতে পারতেন। তবে তিনি তা করেননি। সোমবার (২ জুন) বিকাল ৫টা থেকে দলীয় অনুশীলনে যোগ দেন হামজা। সতীর্থদের সঙ্গে কয়েক ঘণ্টার নিবিড় অনুশীলন শেষে আবার ফেরেন হোটেলে।
হামজাকে এক নজর দেখার জন্য গুটিকয়েক দর্শক বিমানবন্দরে যান। তবে ভিড় ছিল বিকালের অনুশীলনকে ঘিরে। এদিনই প্রথম জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন হামজা। এর আগে ভারত ম্যাচের জন্য এসে এক দিনের অনুশীলন করেছিলেন কিংস অ্যারেনায়।
আরো পড়ুন:
কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর
পিএসজির মহাকাব্যিক জয়ে ইতিহাসের পাতা ওল্টানো ১০ নজির
এবার হামজাকে আগের তুলোনায় কিছুটা লম্বা সময় পাওয়া যাবে। এশিয়ায়ন কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি হবে ১০ জুন। ৩০ মে থেকে শুরু হয় অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২৬ জনের দল ঘোষণা করে।
হামজা সোমবার যোগ দিলেন, তবে এখনো যোগ দেননি সামিত সোম। বুধবার তার ঢাকায় আসার কথা রয়েছে।
ঢাকা/রিয়াদ/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫