হেফাজতে দুই বম নাগরিকের মৃত্যুর বিচার দাবিতে ২৩৫ নাগরিকের বিবৃতি
Published: 4th, June 2025 GMT
চট্টগ্রামে জেল হেফাজতে লালসাংময় বম এবং লালত্লেং কিম বমের মৃত্যুতে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন পেশার ২৩৫ বিশিষ্ট নাগরিক। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি করেছেন তারা। একই সঙ্গে নিরাপরাধ সব বম নাগরিকের মুক্তির দাবি জানিয়েছেন।
‘কারাবন্দি’ বমদের মুক্তির দাবিতে সোচ্চার ২৩৫ নাগরিকের পক্ষে গতকাল মঙ্গলবার গোলাম মোস্তফা ও মার্জিয়া প্রভা স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, গত ১ জুন চট্টগ্রামে নিপীড়নের শিকার হয়ে জেলহাজতে লালসাংময় বমের মৃত্যু হয়। কুকি-চিন ন্যাশনাল পার্টির সদস্য সন্দেহে লালসাংময়কে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে ১৫ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি লালত্লেং কিম বম বিনা চিকিৎসায় মারা যান।
বিবৃতিতে বলা হয়, কারাবন্দি অবস্থায়ই লালত্লেং ও লালসাংময় কাঠামোগত হত্যার শিকার হয়েছেন। এভাবে হেফাজতে মৃত্যু রাষ্ট্রের চরম ব্যর্থতা ও নিপীড়নের প্রতিচ্ছবি।
বিবৃতিতে সই করেছেন– আনু মুহাম্মদ, জ্যোতির্ময় বড়ুয়া, রেহনুমা আহমেদ, সারা হোসেন, সাইদিয়া গুলরুখ, সায়েমা খাতুন, স্বাধীন সেন, মাহা মির্জা, হানা শামস আহমেদ, কল্লোল মোস্তফা, মির্জা তাসলিমা সুলতানা, গীতি আরা নাসরীন, শহিদুল আলম, খুশী কবির, সামিনা লুৎফা, কামাল চৌধুরী প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা