পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সি‌নেমা‌কে নির্মাতা রায়হান রাফীর ক্যারিয়ারে সেরা সিনেমা হিসেবে অভিহিত করেছেন চিত্রনায়ক শা‌কিব খান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তি‌নি।  
আগামীকাল দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ‘তুফান’-এর পর রাফীর দ্বিতীয় ‌সি‌নেমা ‘তাণ্ডব’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শা‌কিব খান।

‘তাণ্ডব’ নিয়ে শাকিব খান বলেন, ‘অসম্ভব ভালো নির্মাণের সিনেমা। আমি রাফী‌কে বলেছিও, “রাফী, তোর লাইফের বেস্ট সিনেমা।” আমি ডাবিং করেছি আর সি‌নেমাটা দেখেছি, কী বানা‌ল রাফী। তাণ্ডব অসম্ভব পরিশ্রমের সিনেমা। তাণ্ড‌ব-এর ফাইট, গান, গল্প অসাধারণ। আমি শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।’

সংবাদ সম্মেলনে শাকিব খান। মীর হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২৫)

ছবি: মোস্তাফিজুর রহমান

সম্পর্কিত নিবন্ধ