মোটরসাইকেলে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুজনেরই
Published: 6th, June 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপরিগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫)। আনোয়ার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার কাটবীর গ্রামে।
স্থানীয়রা জানান, সড়কে অপরিকল্পিতভাবে গতিরোধক দেওয়ায় কারণেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় বসানো গতিরোধক দেখতে না পেয়ে এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী মারা যান। এ ঘটনায় অপরিকল্পিত গতিরোধক দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। এতে যানচলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সমকালকে বলেন, ‘চায়না কোম্পানির বসানো গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে স্বামী, স্ত্রী নিহত হয়েছেন। মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত গ ব ন দগঞ জ
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।