গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপরিগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 

নিহতরা হলেন, আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫)। আনোয়ার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার কাটবীর গ্রামে।

স্থানীয়রা জানান, সড়কে অপরিকল্পিতভাবে গতিরোধক দেওয়ায় কারণেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় বসানো গতিরোধক দেখতে না পেয়ে এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী মারা যান। এ ঘটনায় অপরিকল্পিত গতিরোধক দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। এতে যানচলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন সমকালকে বলেন, ‘চায়না কোম্পানির বসানো গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে স্বামী, স্ত্রী নিহত হয়েছেন। মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত গ ব ন দগঞ জ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ