নতুন করে আবার আলোচনায় ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ব‌্যর্থতার সফর। এই আলোচনায় আসার বড় কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদন বাইরে বেরিয়ে আসা। 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ব‌্যর্থতার পর বিসিবি এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে মাহমুব আনাম ও আকরাম খানকে সদস‌্য করে একটি বিশেষ তদন্ত কমিটি তৈরি করে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বিশেষ তদন্ত কমিটি ১৬ জনের সাক্ষাৎকার নিয়েছিল। যেখানে সাকিব, তামিম, জালাল ইউনুসসহ কোচ, ফিজিও, ক্রিকেটাররা ছিলেন। ব্যর্থতার কারণ খোঁজার সঙ্গে বহুল আলোচিত হাথুরুসিংহে-নাসুমের চড় কাণ্ড-ও তদন্তে উঠে আসে।

সাকিবের একটি অভিযোগ নিয়ে হচ্ছে প্রবল আলোচনা। সাকিব তদন্ত কমিটিকে অভিযোগ করেন, ‘‘ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান (জালাল ইউনুস) এবং তামিম ইকবাল নাসুমকে 'চড় মারার' অভিযোগ সম্পর্কে জানতে ফোন করেছিলেন এবং প্রধান কোচের বিরুদ্ধে এটি মিডিয়াতে ফাঁস করেছিলেন যাতে তাকে বরখাস্ত করা যায়।’’

আরো পড়ুন:

তামিম ও জালাল ইউনুসের বিরুদ্ধে হাথুরুসিংহেকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ সাকিবের

সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক ‘শেষ নয়’

সাকিবের এমন অভিযোগ শুধুমাত্র তদন্ত কমিটির কাছে অভিযোগ হিসেবেই মূল‌্যায়ন হয়েছে। পরবর্তীতে এর কোনো সতত‌্যা তারা পায়নি। এজন‌্য তাদের প্রতিবেদনে এরকম কিছু উঠে আসেনি। কিন্তু সাকিবের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় তামিমকে দোষারোপ করা হচ্ছে। যা মোটেও ভালোভাবে নেননি তামিম। এজন‌্য সামাজিক যোগাযোগ মাধ‌্যমে নিজের অবস্থান পরিস্কার করেছেন তামিম।    

তামিম লিখেছেন, ‘‘আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না! যারা আমার পেছনে লেগেছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।’’

“আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।”
সাকিবের অভিযোগ নিয়ে তামিমের কোনো মন্তব্য নেই। স্রেফ বললেন, ‘‘যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার।’’

তামিমকে ডেকেছিল তদন্ত কমিটি। তবে সেই সাক্ষাৎকারে হাথুরুসিংহে-নাসুমের চড় সংক্রান্ত কোনো বিষয় এবং তথ্য ফাঁসের বিষয়টি উঠে আসেনি, ‘‘তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও এটা মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা জিজ্ঞাসা করতেন! স্বচ্ছতার স্বার্থেই তদন্ত কমিটির সঙ্গে আমার আলোচনার পুরোটাই রেকর্ড করা আছে, তাদের অনুমতি নিয়েই।’’ 

হুট করে তদন্ত কমিটির প্রতিবেদন এই সময়ে সামনে আসায় তামিমের শঙ্কা ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে, ‘‘কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।”

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

ভিভো ওয়াই৪০০ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর

ভিভো ওয়াই সিরিজে নতুন সংযোজন ওয়াই৪০০-এর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের দ্রুততম মানব ও আন্তর্জাতিক স্বর্ণজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান।

তরুণদের স্পিড আইকন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণজয়ী এই অ্যাথলেট এবার সামনে এসেছেন ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে। ইমরানুর রহমান ইংল্যান্ডের শেফিল্ডে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত এক প্রতিভাধর অ্যাথলেট। ছোটবেলায় ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি, তবে বন্ধুদের অনুপ্রেরণায় শুরু করেন অ্যাথলেটিকস।

২০২১ সালে যুক্ত হন বাংলাদেশের সঙ্গে। ২০২৩ সালের লন্ডনে ১০০ মিটার দৌড়ে ১০.১১ সেকেন্ডে জাতীয় দলের হয়ে নতুন রেকর্ড গড়েন। একই বছর কাজাখাস্তানের এশিয়ান ইনডোরে ৬০ মিটার দৌড় শেষ করেন ৬.৫৯ সেকেন্ডে। এটি বাংলাদেশের ইতিহাসে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণপদক অর্জন। আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছেন ইমরানুর রহমান। ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১০০ মিটার দৌড়ে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। বছরের পর বছর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মান অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্থান করে নেবার পাশাপাশি, বাংলাদেশের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে ইমরানুর রহমান বলেন, “ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফোনটির শক্তিশালী পারফরম্যান্স এবং নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা আমাকে প্রতিটি বাধা অতিক্রম করার অনুপ্রেরণা দেয়।। ট্র্যাকে বা তার বাইরে, প্রতিটি মুহূর্তে যেমন নিখুঁততা ও নির্ভরযোগ্যতা প্রয়োজন, তেমনি অ্যাডভান্সড ফিচার, শক্তিশালী এবং পাওয়ারফুল পারফরম্যান্স জীবনের প্রাণবন্ত মুহূর্তগুলো ধরে রাখার অসাধারণ সক্ষমতা নিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জে ওয়াই৪০০ আমার আদর্শ সঙ্গী।”

যার পায়ের গতি সময়কে পেছনে ফেলার সাহস দেখায়, তার হাতের ডিভাইসটিও এমন হওয়া উচিত যা থেমে যাবে না কোনো বাঁধায়। ঠিক যেমন ভিভো নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ওয়াই৪০০। যা ইমরানুর রহমানের অদম্য সাহস ও অবিচল আত্মবিশ্বাসেরই প্রযুক্তিগত প্রতিফলন।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • মুক্তিপণ দিয়েও পাঁচ মাস ধরে ১৪ তরুণের খোঁজ পাচ্ছেন না স্বজনেরা
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
  • গাজায় হামলার নিন্দা জানালেও ইসরায়েলের সঙ্গে কেন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব দেশ
  • গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
  • আসামি না হয়েও স্বেচ্ছায় কারাগারে যাওয়া সেই যুবক প্রতারণা মামলায় গ্রেপ্তার
  • আলোচিত ষোড়শী আইনার পারিশ্রমিক কত?
  • গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: বলছে ইসরায়েলভিত্তিক দুই মানবাধিকার সংস্থা
  • ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
  • পৃথিবী থেকে ৩৭ কোটি মাইল দূরে থাকা মহাকাশযানের ক্যামেরা যেভাবে মেরামত করেছে নাসা
  • ভিভো ওয়াই৪০০ এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর