রাজধানীতে দেড় ঘণ্টায় ২১ মিলিমিটার বৃষ্টি
Published: 7th, June 2025 GMT
আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজ অন্তত তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও একপশলা বৃষ্টির পূর্বাভাস ছিল। দুপুর ১২টার দিক থেকে দেড়টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বেলা পৌনে ২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা কম। তবে আকাশ মেঘলা থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে এবং তা আরও হতে পারে।
আজ সকাল থেকে রাজধানীর আকাশ রোদঝলমলে ছিল। ঈদের জামাতগুলো নির্বিঘ্নেই হয়েছে। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে আসে। দুপুর ১২টার দিকে বৃষ্টি পড়তে শুরু করে বিভিন্ন স্থানে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নছা আজ বেলা পৌনে ২টার দিকে বলেন, দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দিনের পরের দিকে বৃষ্টির সম্ভাবনা কম। তবে আকাশ মেঘলা থাকতে পারে বিকেল পর্যন্ত।
আজ শুধু রাজধানীতে নয় বৃষ্টি হয়েছে ফরিদপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পটুয়াখালী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে। তবে কোথাও বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। এর মধ্যে ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কাজী জেবুন্নেছা বলছিলেন, চট্টগ্রামের কিছু কিছু স্থানে বৃষ্টি হচ্ছে। তবে কোথাও বৃষ্টি বেশি হচ্ছে না। আসলে মৌসুমি বায়ু এখন সক্রিয়। বৃষ্টি সেই কারণেই। যদিও আগের দুই দিনের চেয়ে আজ এখন পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা