কোরবানির ঈদের চার দিন পর মেয়ের বিয়ে। তাই ঈদের পাশাপাশি মেয়ের বিয়ের প্রস্তুতিতেও ব্যস্ত ছিলেন অটোরিকশাচালক জানে আলম। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে কেনাকাটা করেছেন, আয়োজনের সব প্রস্তুতিও প্রায় শেষ। কিন্তু এক আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।

পরিবারের সদস্যদের নিয়ে প্রাণে বাঁচলেও মেয়ের বিয়ের অর্থ–সামগ্রীসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন জানে আলম।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে আগুনের হলকা দেখে ঘুম ভাঙে জানে আলমের। তখন ঘরের চালায় আগুন ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কোনোভাবে অটোরিকশাটি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করা গেলেও টাকাপয়সা ও গয়না কিছুই রক্ষা করা যায়নি। আগুনে জানে আলম ও তাঁর মেয়ে নাসরিন আক্তারও দগ্ধ হয়েছেন।

জানে আলম বলেন, ‘আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে মেয়ের বিয়ের সব প্রস্তুতি নিয়েছিলাম। সবকিছু আগুনে পুড়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমার ধারণা, রান্নাঘরের চুলা থেকেই আগুন লেগেছে।’

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদ সদস্য মো.

রফিক বলেন, ‘ভোরে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জানে আলমের সব শেষ হয়ে যায়।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ