বিজ্ঞানীরা সৌরজগতের গ্রহ ইউরেনাসের বায়ুমণ্ডল নিয়ে নতুন তথ্যের খোঁজ পেয়েছেন। ইউরেনাসের অদ্ভুত ঋতু সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করেছেন। নতুন গবেষণাটি ২০০২ থেকে ২০২২ সালের মধ্যে হাবল স্পেস টেলিস্কোপ থেকে তোলা ইউরেনাসের বিভিন্ন ছবির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

সূর্যের সপ্তম গ্রহ ইউরেনাসের ফ্যাকাশে নীল-সবুজ রঙের জন্য আলোচিত। এই গ্রহের এমন রঙের কারণ অনুসন্ধান করা হচ্ছে। গ্রহটির বায়ুমণ্ডল সূর্যালোকের লাল তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে বলেই এমন রং ধারণ করে বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষণাটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী যুক্ত ছিলেন। তাঁরা ইউরেনাসের রহস্যময় বায়ুমণ্ডলীয় গঠন ও জটিল গতিবিদ্যার ওপর আলোকপাত করে। গবেষণা বলছে, ইউরেনাসের বায়ুমণ্ডল মূলত হাইড্রোজেন, হিলিয়ামসহ অল্প পরিমাণে মিথেন রয়েছে। এ ছাড়া সামান্য পরিমাণে পানি ও অ্যামোনিয়া রয়েছে বলে মনে করা হচ্ছে।

ইউরেনাস শনি গ্রহ ও নেপচুন গ্রহের মাঝখানে অবস্থিত। সূর্য থেকে দূরত্ব হিসেবে সপ্তম গ্রহ এটি। ইউরেনাস আমাদের সৌরজগতের সবচেয়ে কম জানা গ্রহের মধ্যে একটি। নতুন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা গ্রহের ঋতু পরিবর্তন সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন।

অন্যান্য গ্রহের মতো করে ইউরেনাস ঘুরছে না। ইউরেনাসের ঘূর্ণন অক্ষ তার কক্ষপথের প্রায় সমান্তরাল। ধারণা করা হয়, ইউরেনাস পৃথিবীর আকারের কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল অতীতে। এ কারণে উল্টো অবস্থানে ঘুরছে গ্রহটি। গ্রহটির সূর্যের চারপাশে একটি ঘূর্ণন সম্পন্ন করতে ৮৪ বছর সময় লাগে। গ্রহের পৃষ্ঠ ৪২ বছর ধরে সূর্যের আলো পায় ও পরবর্তী ৪২ বছর অন্ধকার থাকে। ২০ বছর ধরে চলা গবেষণায় গবেষকেরা ইউরেনাসের বায়ুমণ্ডলের ঋতু পরিবর্তনের মাত্র একটি অংশ পর্যবেক্ষণ করতে পেরেছেন।

ইউরেনাসের ব্যাস প্রায় ৫১ হাজার কিলোমিটার। ইউরেনাস পৃথিবীর চেয়ে চার গুণ বড় ও ভর পৃথিবীর চেয়ে ১৫ গুণ বেশি। ইউরেনাসের ১৩টি বলয় ও ২৮টি চাঁদও রয়েছে। নাসার ভয়েজার-২ একমাত্র মহাকাশ অনুসন্ধান যান, যা ১৯৮৬ সালের জানুয়ারিতে ফ্লাইবাই পরিচালনা করে গ্রহটির তথ্য জানতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউর ন স র ব য গ রহ র গ রহট

এছাড়াও পড়ুন:

সৌরজগতের বাইরে থাকা গ্রহের প্রথম ত্রিমাত্রিক মানচিত্র তৈরি

বৃহস্পতি গ্রহের চেয়ে ১০ গুণ বড় ‘ওয়াস্প-১৮ বি’ নামের দৈত্যকার একটি দূরবর্তী গ্যাসীয় গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে এবারই প্রথম সৌরজগতের বাইরে থাকা কোনো গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, এই যুগান্তকারী মানচিত্র গ্রহ বিজ্ঞানের একটি বড় পদক্ষেপ। সূর্যের বাইরের অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করা গ্রহের ত্রিমাত্রিক মানচিত্র এর আগে তৈরি করা হয়নি। মানচিত্র তৈরির এ কৌশল ব্যবহার করে মহাবিশ্বে আবিষ্কৃত ছয় হাজারের বেশি বহির্গ্রহকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বহির্গ্রহ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেক দিনের। সৌরজগতের বাইরের নানা ধরনের গ্রহ দেখা যায়। কিছু গ্রহ আছে যাদের দুষ্টু গ্রহ বলা হয়। এসব গ্রহ কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে না। মহাবিশ্বে অনেকটা স্বাধীনভাবে বা বন্ধনহীনভাবে ভেসে বেড়ায়। নাসার এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের তথ্যমতে, ৩০ অক্টোবর পর্যন্ত মোট ৬ হাজার ২৮টি বহির্গ্রহ শনাক্ত করা হয়েছে। আরও প্রায় আট হাজার বহির্গ্রহ গ্রহের মর্যাদার পাওয়ার জন্য অপেক্ষা করছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, থ্রিডি ইক্লিপস ম্যাপিং কৌশল ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্রটি তৈরি করেছেন। এই প্রক্রিয়া স্পেকট্রোস্কোপিক ইক্লিপস ম্যাপিং নামেও পরিচিত। এর আগে বিজ্ঞানীরা ২০২৩ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে বহির্গ্রহের টুডি বা দ্বিমাত্রিক মডেল তৈরি করেছিলেন। বিভিন্ন বহির্গ্রহ পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা বিজ্ঞানীদের জন্য কঠিন বলে নতুন ত্রিমাত্রিক মানচিত্র বেশ উপকারী হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০০৯ সালে আবিষ্কৃত ওয়াস্প-১৮ বি গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ৫ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। গ্রহটির বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের উপস্থিত রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী রায়ান চ্যালেঞ্জার বলেন, ‘টেলিস্কোপ ও এই নতুন কৌশলটির মাধ্যমে আমরা আমাদের সৌরজগতের প্রতিবেশীদের মতোই বহির্গ্রহকে বোঝার সুযোগ পাব।’

সূত্র: স্পেস ডট কম

সম্পর্কিত নিবন্ধ

  • সৌরজগতের বাইরে থাকা গ্রহের প্রথম ত্রিমাত্রিক মানচিত্র তৈরি