মুক্তির আগে নাটকটি ট্রলের মুখে পড়ে ছিল। মুক্তির পর সেই ‘আশিকি’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

মাছরাঙা টিভিতে প্রচারের পর নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে তোলা হয় গতকাল। ইউটিউবে প্রকাশের ১৮ ঘণ্টার ব্যবধানে ২৪ লাখের বেশিবার দেখা হয়েছে নাটকটি।

বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি’, এটি নাটকের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষ দশে ‘আশিকি’ ছাড়া আর কোনো নাটক নেই। এর মধ্যে ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানটি রয়েছে।

‘আশিকি’ দেখে অনেকে প্রশংসা করছেন। ইউটিউবে সাড়ে ৫ হাজারের বেশি মন্তব্য এসেছে। এর সধ্যে সাদ আর মির্জা নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকটি অসাধারণ বলে আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত।’

তোফাজ্জল আরমান নামে আরেক দর্শক লিখেছেন, ‘দারুণ একটা কাজ “আশিকি”। হুজুগে বাঙালিরা না দেখেই ট্রল করে। না দেখেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো–খারাপ জাজ করতে আগে দেখতে হয়। অস্থির হইছে কাজটা। আর জুটিটা জোস, অসাধারণ একটা কাজ। এই কাজ হিট হবে।’

আরও পড়ুনহঠাৎ জোভানকে নিয়ে কেন হাসাহাসি করছেন দর্শকেরা০৬ জুন ২০২৫

নাটকে এক গায়কের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তাঁর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নীহা। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন টকট

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ