ঈদের পর কর্মজীবীদের ঢাকায় ফেরা শুরু
Published: 10th, June 2025 GMT
ঈদুল আজহার ছুটি শেষে ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন বেসরকারি চাকরিজীবীরা। সরকারি ছুটি চললেও কর্মস্থলের ডাক পড়ায় আগেভাগেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ঈদের দুই দিন পেরিয়ে গেলেও ঢাকামুখী মানুষের ভিড় এখনো তেমন চোখে পড়ছে না।
মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলিস্তান, ধোলাইপাড়, রায়েরবাগ, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো কম আসছে। যে কটি আসছে, সেগুলোর অধিকাংশেই যাত্রীতে সংখ্যা পূর্ণ নয়। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরছেন, কোথাও যানজট বা ভোগান্তির খবরও পাওয়া যায়নি।
ইমাদ পরিবহনের চালক মো.
আরো পড়ুন:
ট্যানারিতে চামড়া সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মামলায় আসামি দেড় হাজার
ফরিদপুর থেকে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কবির হোসেন। তিনি বলেন, ‘‘আজ থেকে অফিস শুরু, তাই সকালে রওনা দিয়েছি। ভাড়া কিছুটা বেশি লেগেছে কিন্তু যাত্রা ভালো ছিল। বাসে উঠে দেখি অর্ধেক সিটই ফাঁকা।’’
বাস মালিকদের সংগঠন ঢাকা বাস মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য মাইদুল ইসলাম বলেন, ‘‘ফিরতি যাত্রায় এখনো তেমন চাপ পড়েনি। দু-একজন করে ফিরছেন। তবে ধারণা করছি, বৃহস্পতিবার (১৩ জুন) থেকে ঢাকামুখী যাত্রী বাড়বে।’’
তিনি আরো বলেন, ‘‘যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। অতিগতিতে চালানো বা অতিরিক্ত জ্বালানি খরচ করা গাড়িগুলো শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’’
চলতি বছর ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হয়েছে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত। ফলে অনেকে এখনো পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে বেসরকারি চাকরিজীবীদের একাংশ কর্মস্থলের প্রয়োজনে আগেভাগে ঢাকায় ফিরছেন।
ঢাকা/এএএম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা