Samakal:
2025-11-08@13:09:13 GMT

নাটকে নিরুর নতুন শুরু

Published: 10th, June 2025 GMT

নাটকে নিরুর নতুন শুরু

প্রবাসীদের জীবনের নানা দিক নিয়ে নির্মিত হয় নাটক। সে নাটক দেখে প্রবাসীদের জীবন সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি আসে দেশে থাকা মানুষদের। এবার ঈদে প্রচারে এসেছে প্রবাসীদের নিয়ে আরও একটি নাটক। নাম ‘দুবাই প্রবাসি’। নাটকটিতে অীভণয় করছেন  সেলিমের পরিচালনায় নাটকটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন  নিরঞ্জন নীরু। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন 
অদিতি রহমান জিদনি,ফারুক আহমেদ বাপ্পিসহ আরও অনেকে। 

ঈদের দিন থেকে ডিজিম্যাক্স টিভি নামের চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি। 

নাটকটি নিয়ে নিরঞ্জন নীরু বলেন, ‘নাটকটির গল্প দারুণ। প্রচারের পর নাটকটি দর্শক গ্রহণও করেছেন।’

নিরঞ্জন নীরুর অভিনয়ের শুরু টা হয় ২০০৮ সালে মঞ্চ নাটকের মাধ্যমে। পরে থিয়েটারের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করেন।  ডজনখানেক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মাঝে অভিনয়ে বিরতি দেন।  প্রায় তিন বছর পর বিরতির পর ফের কাজ শুরু করেছেন এই অভিনেতা।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রব স ন টকট

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় জামানত নেতা অবরুদ্ধ, অতপর.........

ফতুল্লা থানা জামায়াত নেতা মাওলানা নাসির উদ্দিনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে পুলিশকে এমন তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে একটি চক্র।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর কোন সত্যতা পায়নি। উল্টো জামায়াত নেতাকে ফতুল্লা চৌধুরী বাড়ীস্থ তাঁর নিজ বাড়ীতে পাওয়া গেছে।

শনিবার দুপুরে এমন তথ্য ছড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভ্রান্ত করা হয়।
ফতুল্লা মডেল থাকার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান,  সংবাদ  পেয়ে আমরা ঘটনাস্থল ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৩য় তলার গিয়ে তথ্যের সত্যতা পায়নি। জামায়াত নেতা মাওলানা নাসির উদ্দিনকে তার নিজ বাড়ীতে পেয়েছি।  তিনিও এমন খবরে বিস্মিত হয়েছেন।

মাওলানা নাসির উদ্দিন জানান, এমন কোন ঘটনা ঘটেনি।  কে বা কারা প্রশাসনকে এমন মিথ্যা তথ্য  দিয়েছে  বা গুজব ছড়িয়েছে আমি জানিনা।
 

সম্পর্কিত নিবন্ধ