আলোচিত নাটক ‘আশিকি’ দেখে কী বলছেন দর্শকেরা
Published: 11th, June 2025 GMT
মুক্তির পরপরই রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির একক নাটক ‘আশিকি’।
পবিত্র ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি তোলা হয়।
এক দিনের ব্যবধানে ৬৩ লাখের বেশিবার নাটকটি দেখা হয়েছে। ইউটিউবে প্রায় সাড়ে ৯ হাজারের মতো মন্তব্য এসেছে। বেশির ভাগ মন্তব্যে নাটকটির প্রশংসা করা হয়েছে।
মুক্তির আগে নাটকটি নিয়ে অনেকে ট্রল করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ‘আমার মজমাখানা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘অনেকে নাটকটা নিয়ে ট্রল করেছেন, আসলে নাটকের প্লট অনুসারে এমন অভিনয়ই দরকার ছিল। সিনেমা সিনেমা ফিল পেলাম, গল্পটা বেশ ভালো সাথে অভিনয়, কস্টিউম, মেকআপ, মিউজিক দুর্দান্ত। নীহাকে কী মিষ্টি লাগল, অভিনয়ও ভালো করেছে। সব মিলিয়ে ঈদের সেরা একটা নাটক।’
আরও পড়ুনসেই ‘আশিকি’র ধারকাছেও কোনো নাটক নেই০৯ জুন ২০২৫সুমন নামের আরেক দর্শক লিখেছেন, ‘এটা কোনো নাটক নয়, এটা একটা মুভি। আগে কখনো দেখিনি নাটকে এত টুইস্ট আর সাসপেন্সে ভরপুর।’
জিল্লুর রহমান নামের এক দর্শক লিখেছেন, ‘কার কেমন লাগছে জানি না, তবে আমার মনে হয়, এই নাটকটা সিনেমার থেকে কোনো অংশে কম নয়। আমার কাছে খুব ভালো লাগছে।’
বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি’, এটি নাটকের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষ ১০–এ ‘আশিকি’ ছাড়া আর কোনো নাটক নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টকট
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে