আলোচিত নাটক ‘আশিকি’ দেখে কী বলছেন দর্শকেরা
Published: 11th, June 2025 GMT
মুক্তির পরপরই রীতিমতো আলোচনার ঝড় তুলেছে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটির একক নাটক ‘আশিকি’।
পবিত্র ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি তোলা হয়।
এক দিনের ব্যবধানে ৬৩ লাখের বেশিবার নাটকটি দেখা হয়েছে। ইউটিউবে প্রায় সাড়ে ৯ হাজারের মতো মন্তব্য এসেছে। বেশির ভাগ মন্তব্যে নাটকটির প্রশংসা করা হয়েছে।
মুক্তির আগে নাটকটি নিয়ে অনেকে ট্রল করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ‘আমার মজমাখানা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘অনেকে নাটকটা নিয়ে ট্রল করেছেন, আসলে নাটকের প্লট অনুসারে এমন অভিনয়ই দরকার ছিল। সিনেমা সিনেমা ফিল পেলাম, গল্পটা বেশ ভালো সাথে অভিনয়, কস্টিউম, মেকআপ, মিউজিক দুর্দান্ত। নীহাকে কী মিষ্টি লাগল, অভিনয়ও ভালো করেছে। সব মিলিয়ে ঈদের সেরা একটা নাটক।’
আরও পড়ুনসেই ‘আশিকি’র ধারকাছেও কোনো নাটক নেই০৯ জুন ২০২৫সুমন নামের আরেক দর্শক লিখেছেন, ‘এটা কোনো নাটক নয়, এটা একটা মুভি। আগে কখনো দেখিনি নাটকে এত টুইস্ট আর সাসপেন্সে ভরপুর।’
জিল্লুর রহমান নামের এক দর্শক লিখেছেন, ‘কার কেমন লাগছে জানি না, তবে আমার মনে হয়, এই নাটকটা সিনেমার থেকে কোনো অংশে কম নয়। আমার কাছে খুব ভালো লাগছে।’
বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘নাউ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে আছে ‘আশিকি’, এটি নাটকের মধ্যে শীর্ষে রয়েছে। তালিকার শীর্ষ ১০–এ ‘আশিকি’ ছাড়া আর কোনো নাটক নেই।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টকট
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা