বন্দরে মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় জাতীয় পাটির জার্সি বদল করে এখন বিএনপি জার্সি গায়ে দিয়ে ফের বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে আজমীর ওসমানের খলিফা হ্যান্ডকাপ মামুনের বিরুদ্ধ।

স্থানীয় এলাকাবাসীসহ মদনপুর ইউনিয়ন বিএনপি একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদকে জানিয়েছে, আওয়ামীলীগ সরকারের শাসন আমলে দুর্র্ধষ এই হ্যান্ডকাপ মামুন জাতীয় পার্টির সন্ত্রাসী আজমীর ওসমানের খলিফা হিসেবে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতো।  

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে ওই সময় হ্যান্ডকাপ মামুন গা বাঁচানোর জন্য রাতা রাতি বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরনের হাত ধরে বিএনপিতে অনুপ্রবেশ করে।

বিভিন্ন পন্থা অবলম্বন করে গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে হ্যান্ডকাপ মামুনসহ তার চেলাচামুন্ডারা  হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। নব্য বিএনপি নেতা হ্যান্ডকাপ মামুনসহ তার দোসরদের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে মদনপুরসহ এর আশেপাশের লোকজন।

উপজেলা বিএনপি  লোভী নেতা হিরনের মত কিছু লোকের কারনে এসব নব্য বিএনপি নেতা দলে অনুপ্রবেশের কারনে দেশবাসী কাছে এতিহ্যবাহী দলটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এলাকাবাসী আজমীর ওসমানের খলিফা হ্যান্ডকাপ মামুনের বিরুদ্ধে তদন্তপূর্বক আশু কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতাদের  সুদৃষ্টি কামনা করছে নেতাকর্মীরা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ওসম ন ব এনপ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ