যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যে কিছুটা হলেও অগ্রগতির সম্ভাবনা দেখা গেছে। বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে রপ্তানি নিয়ন্ত্রণ সহজ করার জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। লন্ডনে দুই দিনব্যাপী বৈঠক শেষে বুধবার উভয় পক্ষ এই ঘোষণা দেয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিএনএন।

রয়টার্স জানিয়েছে, দু’দিনের টানা বৈঠকের পর সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, দু’দেশের মধ্যে বাণিজ্য সমঝোতা ঝালিয়ে নিতে এবং চীনা দুর্লভ খনিজের (রেয়ার আর্থ) রপ্তানি বিধিনিষেধ শিথিল করতে একটা কাঠামো তৈরির বিষয়ে তারা সম্মত হয়েছেন। লন্ডনে আয়োজিত বৈঠক শেষে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, গত মাসে জেনেভায় দু’পক্ষের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির কাঠামোকে আরেকটু বাস্তবসম্মত করে তুলেছে লন্ডন বৈঠকের সমঝোতা।

জেনেভা চুক্তির উদ্দেশ্য ছিল ৩ অঙ্কের পাল্টাপাল্টি শুল্ক কমানো। তবে শুল্কের বিষয়ে একটা সুরাহা হলেও গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ জারি রাখে বেইজিং। এর প্রতিক্রিয়ায় সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার, রাসায়নিক এবং অন্যান্য প্রযুক্তিপণ্য চীনে রপ্তানিতে বাড়তি বিধিনিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে বৈঠকে এই বিধিনিষেধ শিথিলের সম্ভাবনা দেখা দিলেও দীর্ঘমেয়াদি বাণিজ্য সম্পর্ক উন্নয়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নিশ্চিত করা যায়নি।

লুটনিক বলেন, লন্ডনে হওয়া চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র রপ্তানিতে কঠোরতা কিছুটা কমাবে। তবে ঠিক কোন খাতে কতটুকু শিথিল করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

নি বলেন, আমরা এমন একটি কাঠামোয় পৌঁছেছি, যা জেনেভা সম্মতিকে বাস্তবায়নের রূপরেখা দেবে এবং দুই প্রেসিডেন্টের ফোনালাপের ভিত্তিতেই এটি হয়েছে। এখন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করব, চীনা পক্ষও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুমোদন নেবে। অনুমোদন পেলে আমরা এটি কার্যকর করব।

পৃথক প্রেস ব্রিফিংয়ে  চীনের উপবাণিজ্যমন্ত্রী লি চেংগ্যাং বলেন, একটি কাঠামোগত চুক্তিতে দু’পক্ষ সম্মত হয়েছে এবং তা তাদের শীর্ষ নেতাদের কাছে উপস্থাপন করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ব্লগার অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ জামিন দেন।

বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। বিচারাধীন আপিলে জামিন চেয়ে আবেদন করেন ফারাবী, যা আজ আদালতের কার্যতালিকায় ১৭৯ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে ফারাবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।

পরে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘২০১৫ সালের ৩ মার্চ থেকে কারাগারে আছেন ফারাবী। ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। মামলায় চারজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীর বক্তব্যেও তাঁর নাম আসেনি। এসব যুক্তিতে ফারাবীর জামিন চাওয়া হয়। বিচারাধীন আপিলে ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।’

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ৬ আগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

এই মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান রায় দেন। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং এক আসামিকে (শফিউর রহমান ফারাবী) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবী।

সম্পর্কিত নিবন্ধ