Samakal:
2025-09-18@16:41:18 GMT

পুলিৎজার পুরস্কার ঘোষণা

Published: 12th, June 2025 GMT

পুলিৎজার পুরস্কার ঘোষণা

সম্প্রতি ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগের মতোই সাংবাদিকতার বিভিন্ন শাখার সঙ্গে সাহিত্যেরও কয়েকটি শাখায় পুরস্কার পেয়েছেন কয়েকজন সাহিত্যিক। কথাসাহিত্য, নাটক, কবিতা, প্রবন্ধ, স্মৃতিকথা ও জীবনীগ্রন্থের জন্য পুরস্কারের ভূষিত হয়েছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক-সাহিত্যকরা। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক কথাসাহিত্যিক পার্সিভাল এভারেটের উপন্যাস ‘জেমস’ পেয়েছেন কথাসাহিত্যের পুলিৎজার। ২০২৪ সালে প্রকাশ করা এই উপন্যাস মূলত সাজানো হয়েছে মার্ক টোয়েনের ‘দি অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’–এর ওপর। হাকলবেরির বন্ধু পালিয়ে আসা ক্রীতদাস জিমের দৃষ্টিভঙ্গিতে বয়ান করা হয়েছে এ উপন্যাসের মূল গল্প।
নাটকে পুরস্কার পেয়েছেন ব্রান্ডন জ্যাকবস জেনকিন্স। তাঁর নাটকের নাম ‘পারপাজ’। ২০২৩-২৪ সালে শিকাগোর স্টেপেনউলফ থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় ‘পারপাজ’। মূলত কাল্পনিক শিকাগোভিত্তিক আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ জেসপার পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকের কাহিনি।
কবিতায় পুলিৎজার পেয়েছেন মেরি হো। তাঁর কবিতার বইয়ের নাম ‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ইতিহাসের অধ্যাপক বেঞ্জামিন নাথানস পেয়েছেন প্রবন্ধ শাখার পুলিৎজার। তাঁর বইয়ের নাম ‘টু দ্য সাকসেস অব আওয়ার কজ: দ্য মেনি লাইভস অব দ্য সোভিয়েত ডিসিডেন্ট মুভমেন্ট’। বেঞ্জামিন নাথানসের প্রবন্ধের বইটি সোভিয়েত ইউনিয়নের ভিন্নমতাবলম্বী নারী-পুরুষদের নাটকীয় ঘটনার কথা দিয়ে সাজানো হয়েছে। v

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র

এছাড়াও পড়ুন:

ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলে নিজের সিট ফিরে পাওয়াসহ তিন দফা দাবিতে উপাচার্য, প্রক্টর ও হলটির প্রাধ্যক্ষ বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল। 

আরো পড়ুন:

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস

চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) স্বাক্ষরিত এক আইনি নোটিশে তিনি ঢাবি প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান।

জালাল আহমদ অভিযোগ করে জানান, হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের মদদে তার ওপর মব হামলাও চালানো হয়। কিন্তু তদন্ত ছাড়াই হল প্রাধ্যক্ষ তাকে বহিষ্কার করেন এবং প্রশাসন তার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

এর আগে, হলের রুমমেটকে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করার ঘটনায় জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন এবং ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর গত ১১ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে মুক্ত হন জালাল।

ওই শিক্ষার্থীর দাবিগুলো হলো— হামলার সঙ্গে জড়িতদের শাস্তি ও প্রশাসনের ক্ষমা প্রার্থনা; অবৈধভাবে বাতিল হওয়া তার বৈধ সিট ফেরত দেওয়া; বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদ করা।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ