গৌরনদীর বাটাজোর ইউনিয়নের উত্তর বাসুদেবপাড়া গ্রামে সরকারি হালট দখল ও ভরাট করে চাষের জমি ও বাড়ি তৈরি করেছেন স্থানীয় কয়েকজন। ওই হালট উদ্ধারের নামে নিজেদের চলাচলের জন্য রাস্তা বানাচ্ছেন মনির হাওলাদার ও সোহাগ হাওলাদার নামে দুই ব্যক্তি। তারা গায়ের জোরে নিধন করছেন অসংখ্য ফলদ ও বনজ গাছ। এ নিয়ে দু’পক্ষের বিরোধ এখন বিপজ্জনক অবস্থায়। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
বাসুদেবপাড়া মৌজার বিএস ৯০৮ ও ৯৯৭ দাগের সরকারি হালটটি ভরাট করে চাষের জমি বানিয়েছেন আনোয়ার সরদার, আরজ আলী সরদার, রাজু সরদার, মন্নাত হাওলাদার, মোস্তফা খানসহ কয়েকজন। কিছু অংশে বাড়ি তৈরি করেছেন সরোয়ার সরদার। বাকি অংশে আব্দুর রহিম সরদার, বিউটি বেগম ও হাসিনা বেগম ফলিয়েছেন বনজ ও ফলদ বৃক্ষ। এভাবে তিন যুগ ধরে এলাকার লোকজন মিলে পুরো হালটটিকে গিলে খেয়েছেন।
সরেজমিন দেখা গেছে, দখল হয়ে যাওয়া এ হালট উদ্ধার ও খননের নামে প্রভাবশালী মনির হাওলাদার ও সোহাগ হাওলাদারের লোকজন নিজেদের বাড়ির লোকজনের চলাচলের জন্য মাটির রাস্তা বানাচ্ছেন। এ কাজ করতে গিয়ে তারা হাসিনা বেগম, আব্দুর রহিম সরদার ও বিউটি বেগমের রেইনট্রি, কড়ই, চাম্বল, আম, কাঁঠাল ও সুপারি গাছ কেটে ফেলেছেন। এসব গাছ কাটার আগে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তারা। কিন্তু এখন তা দিতে অস্বীকার করছেন।
ক্ষতিগ্রস্ত হাসিনা বেগম বলেন, অনুনয় করে তাদের বলেছিলাম–এক মাস পরেই গাছের আম, কাঁঠাল পেকে যাবে। এরপর গাছগুলো কাটেন। তারা আমার কথা শোনেনি। গায়ের জোরে কচি ফলসহ গাছ কেটে ফেলেছে। আমি এর বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ চাই। ক্ষুব্ধ বিউটি বেগম বলেন, গায়ের জোরে দামি দামি গাছ কেটে ফেলেছে। তারা কারও বাধা মানছে না।
মনির হাওলাদারের দাবি, ফসলের মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে হালটটি খনন ও রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষে গত ৯ ডিসেম্বর বাটাজোর ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন
করি। চেয়ারম্যান অনুমতি দেওয়ায় আমরা ব্যাক্তিগত উদ্যোগে হালট খনন ও রাস্তা তৈরি করছি। এর জন্য যাদের গাছ কাটা পড়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
হালট খনন করে রাস্তা নির্মাণের অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাটাজোর ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার। তিনি বলেন, অনুমতি ছাড়া সরকারি জমি বা হালট খনন ও রাস্তা তৈরির সুযোগ কারও নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনারকে পাঠানো হবে। জমিটি খাস খতিয়ানভুক্ত হলে দখলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ড় দখল র জন য সরক র সরদ র
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা