ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ৪৪ জন আহত
Published: 14th, June 2025 GMT
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার প্রথম প্রহরেই এই পাল্টা হামলা চালায় তেহরান। এতে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইয়াইনেট নিউজের।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে ইরান দুই ভাগে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো সবাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।
ইরানের মিসাইলের হামলায় তেলআবিবের একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটি যে কোনো ধসে পড়তে পারে। এ আশঙ্কা থেকে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ।
আরো পড়ুন:
ইরানের হামলার পর ভূগর্ভস্থ বাঙ্কারে ইসরায়েলের প্রধানমন্ত্রী
ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র
রয়টার্স জানিয়েছে, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।
ইরানের হামলা শুরুর পরপর ভূগর্ভস্থ বাঙ্কারে চলে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি ইরানের মিসাইল হামলার জবাব দিতে নিরাপত্তা বাহিনীগুলোর প্রধান এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন।
এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও কুর্দস ফোর্সের প্রধানসহ ছয় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৯ পরমাণু বিজ্ঞানী।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল
এছাড়াও পড়ুন:
ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত
বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সেলিমকে আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হাসপাতালে নজরদারিতে রেখেছে।
স্থানীয় সূত্র জানায়, সেলিম ও কয়েকজন ব্যক্তি বাড়ির একটি কক্ষে গোপনে ককটেল তৈরি করছিলেন। বিস্ফোরণে সেলিম আহত হলে তার সহযোগীরা সেখান থেকে পালিয়ে যান। ককটেলের বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে সেলিমকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, ‘‘ঘটনাস্থল পরিদর্শনের পর আহত সেলিমকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্ফোরণের সময় আরো দুজন ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। তারা পালিয়ে গেছেন। বিস্ফোরিত বস্তু ককটেল ধরনের। কী উদ্দেশে এটি তৈরি হচ্ছিল, জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল সিলগালা রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব