ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘নীলচক্র’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। বড় পর্দায় তাদের রসায়ন এতটাই হৃদয়গ্রাহী হয়েছে যে, দর্শক এখন তাদের বাস্তব জীবনেও এক হতে বলছেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্ময়কর মন্তব্য করেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। তিনি বলেন, “এটা আমার জীবনের দ্বিতীয় সিনেমা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি— সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, ‘আপনারা বিয়ে করে ফেলুন!”

প্রশ্ন ছুড়ে দিয়ে মন্দিরা চক্রবর্তী বলেন, “প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!”

আরো পড়ুন:

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’!

‘দঙ্গল’ সিনেমা কেন নিষিদ্ধ করেছিল পাকিস্তান?

দর্শকদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন, “শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কীভাবে? কিন্তু বাস্তবে.

.. এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।”

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মুক্তির পর সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়। বিশেষ করে শুভ ও মন্দিরার রোমান্টিক দৃশ্য ও পর্দার রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র মন দ র

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ