টেস্টের ফাইনাল জিতে কত টাকা পেল প্রোটিয়ারা
Published: 14th, June 2025 GMT
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে তিন আসরে তিন নতুন চ্যাম্পিয়ন দেখল ক্রিকেট দুনিয়া।
প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় আসরে ভারতকে হারিয়ে অজিরা শিরোপা ঘরে তোলে। এবার প্যাট কামিন্সের দলকে হারিয়ে আইসিসির দ্বিতীয় শিরোপা ঘরে তুলল প্রোটিয়ারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতায় আইসিসির থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে দক্ষিণ আফ্রিকা। পুরো টুর্নামেন্টের জন্য ৫.
এর মধ্যে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ৩.৬ মিলিয়ন ডলার বা প্রায় ৪৩ কোটি ৮০ লাখ টাকা পাবে পুরস্কার হিসেবে। যা গত দুই চক্রের দ্বিগুনেরও বেশি। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল ২০ কোটি টাকারও কম অর্থ পুরস্কার পেয়েছে।
রানার্স আপ অস্ট্রেলিয়া ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি ২৭ লাখ টাকা পাবে। টুর্নামেন্টে তিনে শেষ করেছে ভারত। তারা পাবে প্রায় ১৭ কোটি ৩৬ লাখ টাকা। চারে টুর্নামেন্ট শেষ করা সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড প্রায় ১৪ কোটি ১০ লাখ টাকা পাবে। পাঁচে শেষ করা ইংল্যান্ডের ভাগে পড়বে ১১ কোটি ৫৬ লাখ টাকার মতো।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা। তাদের ভাগে পড়েছে ১০ কোটি ১২ লাখ টাকা। সপ্তম অবস্থানে শেষ করা বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ কোটি ৬৭ লাখ টাকার মতো ঘরে তুলতে পারবে। আটে শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও নয়ে শেষ করা পাকিস্তান যথাক্রমে ৭ কোটি ২৩ লাখ ও ৫ কোটি ৬৪ লাখ টাকার মতো অর্থ পুরস্কার হিসেবে পাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প প রস ক র শ ষ কর আইস স
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।