ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭০৪টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা। 

বরিবার (১৫ জুন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।

তিনি জানান, ঈদুল আজহার ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তেমন যানবাহনের চাপ নেই। থেমে থেমে গাড়ি টোল প্লাজায় আসছে, টোল দিয়ে সেতু পার হচ্ছে।

আরো পড়ুন:

পদ্মা সেতুতে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

শিবচরে র‌্যাব পরিচয়ে প্রতারণা: বরখাস্ত হওয়া সেনা সদস্য আটক

গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্ত হয়ে ২৫ হাজার ২৪০টি গাড়ি ও মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৬৪টি গাড়ি পদ্মা সেতু পারাপার হয়েছে। এ থেকে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা আদায় হয়েছে।

আবু সাদ নিলয় জানান, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে মানুষ পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে ঢাকায় যাচ্ছেন। টোলপ্লাজায় দায়িত্বে থাকা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ঢাকা/সাইফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদ ম স ত

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ